Matangi ll Dasa Mahavidya ll Official Video
সেনসেশন শ্রী-এর নিবেদন ll মাতঙ্গী ll দশ মহাবিদ্যা ll অফিসিয়াল ভিডিও
------------------------------------------------------------------------------------------------------------
ভিডিওতে কিছুক্ষেত্রে আধিভৌতিক কিছু বিষয় সংযোজিত হয়েছে। সে কারণে আমরা অনুরোধ করব দুর্বল চিত্তের ব্যক্তিগণ এবং শিশুদেরকে এই ভিডিও থেকে দূরে থাকতে। এই ভিডিওর সাথে বাস্তবের কোন চরিত্র, ঘটনা বা কাহিনী, বাস্তব কোন বিষয় কিংবা স্থান, কাল, পাত্রের কোনরূপ মিল নেই। কোনো চরিত্র, বিষয়, ব্যক্তি, সম্প্রদায় কিংবা কোনরূপ ধর্মীয় সম্প্রদায়, ধর্মীয় রীতি-নীতি, কোনরূপ ধর্মীয় বিষয়কে আঘাত করা কিংবা বিকৃত করে দেখানো আমাদের উদ্দেশ্য নয়। তবুও যদি এই ভিডিওতে বাস্তব কোনো বিষয়ের সাথে কিংবা কোন কিছুর সাথে কোন মিল খুঁজে পাওয়া যায় তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। শুধুমাত্র দর্শকবন্ধুদের মনোরঞ্জনের জন্য মূল কাহিনীর সাথে ক্ষেত্র বিশেষে রূপ যুক্ত করে আমাদের এই ভিডিও তৈরির প্রয়াস। আমাদের দর্শক বন্ধুদের জানিয়ে রাখি আমাদের উপস্থাপনার ক্ষেত্রে অনেক সময় ভূত, প্রেত, তন্ত্র-মন্ত্র, কালো যাদু, বলি প্রথা ইত্যাদী আমাদের ক্ষেত্র বিশেষে দেখাতে হয়। সেনসেশন শ্ৰী ভূত, প্রেত, তন্ত্র-মন্ত্র, কালো যাদু, বলি প্রথা কিংবা কোনোরকম কুসংস্কার পূর্ণ বিষয় গুলোকে কোনোভাবেই প্রশ্রয় দেয় না। শুধুমাত্র কাহিনী বিন্যাসে কিংবা প্লট তৈরির কারণে এবং দর্শকদের মনোরঞ্জনের জন্য ঘটনাক্রম অনুযায়ী কাহিনীর কিছু কিছু ক্ষেত্রে কাহিনীর গতি ধারা অব্যাহত রাখতে গিয়ে আমাদের ভূত, প্রেত, তন্ত্র-মন্ত্র, কালো যাদু, বলি প্রথা ইত্যাদি বিষয় গুলোকে দেখাতে হয়। দর্শক বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ সংস্কার মুক্ত হয়ে কাহিনী কিংবা ভিডিওগুলো কাহিনী কিংবা গল্প দেখার মতো করে এবং মনোরঞ্জনের জন্য উপভোগ করুন।
-------------------------------------------------------------------------------------------------------------
ভিডিওতে কিছুক্ষেত্রে আধিভৌতিক কিছু বিষয় সংযোজিত হয়েছে। সে কারণে আমরা অনুরোধ করব দুর্বল চিত্তের ব্যক্তিগণ এবং শিশুদেরকে এই ভিডিও থেকে দূরে থাকতে।
-------------------------------------------------------------------------------------------------------------
দৃশ্যে ব্যবহৃত জন্তুগুলো কম্পিউটার গ্রাফিক্স দ্বারা নির্মিত।
-------------------------------------------------------------------------------------------------------------
সংক্ষিপ্ত কাহিনীঃ-
হিমালয় কন্যা পার্বতী স্বামী শিবের অনুমতি নিয়ে তিন দিনের জন্য পিতৃ গৃহে হিমালয় ভবনে গেলেন। এদিকে তিন দিন অতিক্রান্ত হলে শিব শাঁখারীর বেশে হিমালয় পুরীতে উপস্থিত হলেন এবং ছলনার দ্বারা পার্বতীকে পরীক্ষার জন্য পার্বতীর সাথে মিলনাকাঙ্খা প্রকাশ করলেন।
প্রথমে শাঁখারী রুপী শিবকে চিনতে না পেরে কুপিতা দেবী পার্বতী শাঁখারীকে অভিশাপ দিতে উদ্দ্যত হন এবং যোগ বলে জানতে পারেন শাঁখারী তাঁর স্বামী স্বয়ং দেবাদিদেব মহাদেব। পার্বতী তখন শাঁখারী রুপী শিবের ছলনার প্রতিত্তোর দিতে গিয়ে শাঁখারী রুপী শিবকে বলেন গভীর রাত্রিতে অদূরে বন মধ্যে উপস্থিত হতে। পার্বতীর কথা মতো শাঁখারী রুপী শিব সেই রাত্রিতে বন মধ্যে উপস্থিত হয়ে ভয়ঙ্করী এক দেবীর প্রবল রতি ইচ্ছার কবলে পড়েন। এই দেবী দশ মহাবিদ্যার নবম মহাবিদ্যা তান্ত্রিক সরস্বতী-উচ্ছিষ্ট চণ্ডালিনী স্বয়ং দেবী মাতঙ্গী। অতঃপর শিব পুরো ঘটনা অনুধাবন করে নিজমূর্তিতে আবির্ভূত হলে দেবী পার্বতীও নিজমূর্তি পরিগ্রহন করেন। অতঃপর দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতী উভয়েই আপন আপন ছলনা এবং কৌতুকের কথা উভয়ের নিকট ব্যক্ত করেন। পরিশেষে শিব এবং পার্বতীর মিলন ঘটে এবং তাঁরা কৈলাসে প্রত্যাবর্তন করেন।
---------------------------------------------------------------------------------------------------
বন্ধুরা, তোমাদের কাছে আমাদের অনুরোধ রইল আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং অল নোটিফিকেশন বেল আইকন প্রেস করে আমাদের সাথে থেকো। উচ্ছিষ্ট চণ্ডালিনীর কাহিনী নিয়ে একটি নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে।
---------------------------------------------------------------------------------------------------
Special Thanks To- Smt. Sharmistha kar
---------------------------------------------------------------------------------------------------
Matangi- Sraya Kar
Shiv- Abaran Bhattacharjee
Shiv Shakhari- Rupraj Chowdhury
Parvatir Sokhi- Boby Dey, Punam Sutradhar, Payel Sen & Others
--------------------------------------------------------------------------------------------------
Chant & Bengali Script Narration- Avishek De Sarkar
--------------------------------------------------------------------------------------------------
Concept, Camera, Edit & Direction- Abaran Bhattacharjee
--------------------------------------------------------------------------------------------------
It's A Sensation Shree Presentation
--------------------------------------------------------------------------------------------------
#Matangi #UcchhistaChandalini #Mahalaya2021