অনেকেই অংকে ভয় পান, কিন্তু অংক এমন একটি বিষয় যেটি ঠিকভাবে শিখলে সহজেই ভালো করা যায়। ছোটবেলায় আমিও অনেক সিলি মিসটেক করতাম অংকে। প্রতি বছর ডিসেম্বরে আমার বাবা নতুন বই নিয়ে আসতেন এবং সেই মাসেই অর্ধেক বই শেষ করে ফেলতাম। এই অভ্যাস থেকেই অংকের ভয় দূর হয়, আর আমি আত্মবিশ্বাসী হয়ে উঠি। আমার জীবনের সেরা ফলাফলগুলোর বেশিরভাগই অংকে হয়েছে। তাই আমি মনে করি, অংক কীভাবে পড়তে হয় তা আমি খুব ভালোভাবেই জানি।
এই ভিডিওতে আমি শেয়ার করব কীভাবে অংকে ভালো করতে হয় এবং কীভাবে অংকের ভয় দূর করা যায়। যারা অংকে স্ট্রাগল করছো, তাদের জন্য এই ভিডিওটি একদমই প্রয়োজনীয়।
#MathTips #MathStruggles #MathStudyPlan #MathMotivation #StudentSuccess #StudyTips #EducationInBangla #MathConfidence