হযরত মুহাম্মদ (সাঃ) কতবার মেরাজে গিয়েছিল┇মাওঃ আমিনুদ্দিনের জলসা Maulana aminuddin Saheb waz
**সকল দর্শক ও শ্রোতাদের কে জানাই আন্তরিক সালাম, আমাদের এই চ্যালেনে বাংলাদেশ ও ইন্ডিয়া বিশিষ্ট আলেমদের ওয়াজ মাহফিল LIVE দেখানো হয়, বাংলাদেশের বিশিষ্ট আলেমদের মধ্য হতে মিজানুর রহমান আজহারী গোলাম রব্বানী তাহেরির ওয়াজ আমির হামজা দেলোয়ার হোসেন সাঈদী হাফিজুর রহমান সিদ্দিকী এছাড়া বিভিন্ন আলেমদের ওয়াজ আপলোড করা হয়
#SM_Plaza
#Maulana_aminuddin_waz_gojol
ইন্ডিয়ার বিশিষ্ট আলেমদের মধ্য হতে ফুরফুরা শরীফের পীরজাদা দের ওয়াজ দেওয়া হয় তাদের মধ্যে উল্লেখযোগ্য পীরজাদা আব্বাস সিদ্দিকী পীরজাদা কাসেম সিদ্দিকী পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী পীরজাদা মেহরাব সিদ্দিকী, বিশিষ্ট আলেমদের মধ্য হতে খোকা মাওলানা সাইফুল্লার ওয়াজ সাদ্দাম হোসেনের ওয়াজ আব্দুল্লাহিল মারুফ সাহেবের ওয়াজ এছাড়া ইউসুফ জুলাইখার ওমা মহিলাদের ওয়াজ দেওয়া হয়--
🌷🌷আসসালামু আলাইকুম🌷🌷
ফুরফুরা শরীফের পীরসাহেব ও পীরজাদা এবং মাওলানা গণের ওয়াজ, গজল,কেরাত, নাতে রসূল, জলসা, মিলাদ, মিলাদশরীফ, পরিবেশন করা হয়।
শুনতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।
❤️ সাবস্ক্রাইব করে ইসলাম প্রচারে স্বার্থে আমাদেরকে সাহায্য করুন।
দয়া করে ইসলাম প্রচারের জন্য এই ওয়াজ টি লাইক দিয়ে শেয়ার করুন।
এই ওয়াজটি শুনে যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর লাইক ও শেয়ার করতে ভুলবেন না।
সবার কাছে অনুরোধ রইলো কথাগুলি মনোযোগ ও গুরুত্ব সাথে শুনুন
🎥 আমাদের চ্যালেনে ওয়াজ, গজল দেওয়ার জন্য যোগাযোগ করুন এই নাম্বারে 👉9732948040
(বিঃ দ্রঃ) দয়া করে আমাদের ভিডিও পুনরায় আপলোড করবেন না। পুনরায় আপলোড না করে শেয়ার করুন দ্বীনি কাজে শরিক হন।
প্রযোজনা ও পরিবেশনা :
এস এম প্লাজা