#অখণ্ড_দীক্ষা_গ্রহণের_প্রাক্_আলোচনা
👉অখণ্ড সাধন দীক্ষা গ্রহণেচ্ছুদের উদ্দেশ্যে, দীক্ষা গ্রহণের পূর্ব্বে, দীক্ষা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা।
#আলোচনা_করছেনঃ ডাঃ যুগল ব্রহ্মচারী মহারাজ (MBBS), (আশ্রম প্রধান, অযাচক আশ্রম বাংলাদেশ)।
👉অখণ্ড সংঘে পরমপূজ্যপাদ অখণ্ড মণ্ডলেশ্বর শ্রীশ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব তিনিই হচ্ছেন একমাত্র গুরু। শ্রীশ্রী অখণ্ড মণ্ডলেশ্বর ছাড়া আর কোনো গুরু অখণ্ড সংঘে নাই।অতীত, বর্তমান এবং অনন্ত ভবিষ্যতে বাবামণিই হবেন আমাদের একমাত্র গুরু।
#আয়োজনেঃ ধর্মপুর অখণ্ড মণ্ডলী