#CIVIL TECH ড্রইং সিটে যে ড্রইং করা আছে হুবহু সে ড্রইং টি ফিল্ড এর মধ্যে মাপ অনুযায়ী স্থাপন করাকে লেআউট বলে।
লেআউট দেয়ার নিয়ম
প্রজেক্ট এর মধ্যে যে বাউন্ডারী ওয়ালটি সোজা সেই দিক থেকে লেআউট শুরু করতে হবে।
উত্তর দক্ষিণ এবং পূর্ব পস্চিমে ড্রইং অনুসারে গ্রিড লাইন বরাবর সুতা টানাতে হবে ,এবং কর্নারটি মাটাম অর্থাৎ ৯০ ডিগ্রি আছে কিনা তা চেক করতে হবে। চেক করার জন্য পিথাগোরাসের সূত্র অনুসারে সুতার সাহায্যে ৩ ফুট -৪ফুট ও ৫ফুট বাহু দিয়ে একটি সমকোণী ত্রিভুজ তৈরী করে কর্ণারটি ৯০ ডিগ্রি চেক করতে হবে।
উপরের নিয়ম অনুসারে বাকী তিনটি কর্ণার বরাবর সুতা টানতে হবে।
ড্রইং অনুসারে যে যায়গা থাকার কথা তা চেক করতে হবে।
গ্রিড লাইনের পয়েন্টগুলি চিহ্নিত করে চারদিকের ওয়ালে তারকাটার সাহায্যে চিহ্নিত করতে হবে
লেআউট একাধিক বার চেক করতে হবে,কারণ লেআউট ভুল হলে পুরো বিল্ডিং এর কাজ ভুল হবে।
আমার চ্যানেলের অন্যান্য ভিডিও
1. পুকুরের মাটি কাটার হিসাব https://youtu.be/iwV1XWLdLjQ
2. জলছাদের কাজে মালামালের পরিমান https://youtu.be/YaQJeo_ZM-E
3.ওয়াল গাথুনির কাজে ইট, বালু, ও সিমেণ্টের পরিমান https://youtu.be/b9nILzHzb-A
4.সিলিংয়ের প্লাস্টার কাজে সিমেণ্ট ও বালির পরিমাণ https://youtu.be/jGNmI7OsUDg
5.ওয়ালের প্লাস্টার কাজে সিমেণ্ট ও বালির পরিমাণ https://youtu.be/s31tHlO07T0
6.ওয়ালের গাথুনির কাজে ইট, বালি ও সিমেন্টের পরিমান https://youtu.be/b9nILzHzb-A
music credits; www.bensound.com