Minakshi Mukherjee | CPM | মিনাক্ষীর রকেট গতিতে উত্থান, সিপিএমের নতুন সম্পাদক কেরলের এমএ বেবি
মিনাক্ষী মুখোপাধ্যায়ই মুখ। আগামীর ভবিষ্যৎ। সিলমোহর পড়ল সিপিএমের সদ্য সমাপ্ত সর্বভারতীয় দলীয় কংগ্রেসে। তামিলনাড়ুর মাদুরাইয়ে ৫ দিনের পার্টি কংগ্রেস শেষ। রবিবার ৮৫ জনের কেন্দ্রীয় কমিটি এবং ১৮ জন পলিটব্যুরো সদস্যের নাম ঘোষিত হয়েছে। নতুন সম্পাদক হয়েছেন এমএ বেবি। তাঁর অধিনায়কত্বে সর্বভারতীয় স্তরে সিপিএমের যে নেতা নেত্রীরা কাজ করবেন তার মধ্যে রয়েছেন মিনাক্ষী মুখোপাধ্যায়। কেন্দ্রীয় কমিটিতে বাংলার নতুন পাঁচ কমরেডের মধ্যে এক জন তিনি।
#minakhimukherjee | #cpimnews | #westbengalnews
আনন্দবাজার অনলাইনের ভিডিয়ো দেখতে ক্লিক করুন: https://www.anandabazar.com/video