#mini_pakistan
পাকিস্তানে বাঙালি পাড়া।
নিজের দেশের মানুষ যখন অন্য দেশে অবহেলিত বঞ্চিত লাঞ্চিত তখন অজান্তেই চোখে পানি চলে আসে।
উন্নত জীবনযাপন করার জন্য বাংলাদেশ ছেরে পাড়ি জমায় সুদূর পাকিস্থানে ,কিন্তু ভাগ্যর নির্মম পরিহাসে এখন শুধু দুঃখ বেদনা কষ্ট আহাকার।
আজকের ভিডিওতে আপনাদের দেখাবো পাকিস্থানে বসবাস করা ৩০ লাখ বাঙালিদের জীবনযাপন।তাদের বাড়িঘর দৈনন্দিন চাহিদা কি খাই কি পরে তাদের সাংসারিক জীবন।
পাকিস্তানের করাচিকে মিনি বাংলাদেশ বলে থাকেন স্থানীয় পাকিস্তানিরা।
এখানে বাঙালিদের থাকার জায়গাগুলো কলোনি নামে পরিচিত যেমন ওরাঙ্গি টাউন, ইব্রাহিম হায়দারি কলোনি, বিলাল কলোনি, জিয়াউল হক কলোনি এছারা মূসা কলোনি,মোহাম্মদী কলোনি এবং চিটাগং কলোনি এমন অনেক কলোনিতে বসবাস করে বাঙালিরা ভাই বোনেরা।
-----------------------------------------------------------------
পাকিস্তানের ভিসা করেছিলাম আমারই গ্রামের রাশেদ ভাইয়ের কাছে।
যোগাযোগ : +8801820-551541
অফিসিয়াল PAK ই-ভিসা ওয়েবসাইটে আপনি নিজেও ভিসার আবেদন করতে পারবেন।
আমি বিমানের টিকিট কেটেছিলাম (Mr Tour And Travel) এজেন্সি মিজান ভাইয়ের কাছে।
যোগাযোগ : +8801973-840091
------------------------------------------------------------------------------------
করাচিতে আমার হোটেলঃ
একদিনের জন্য রুম ভাড়া পাকিস্তানি রুপিতে ৪ থেকে ৬ হাজার যা বাংলাদেশের টাকায় ১৭০০ থেকে ২৫০০ টাকা।
হোটেল নাম- { Rehaish Plus Guest House,
Address : E, Block-6 Sharah-e-Faisal,Nursery Karachi }
Mobile Number +923412245065/ +923270755958
তবে করাচির সদরে আরও কম খরচে হোটেল পাবেন ধন্যবাদ।
-------------------------------------------------------------
Bangladesh to Pakistan https://www.youtube.com/watch?v=f9pNDufv0As&t=0s
Mini Bangladesh Pakistan https://youtu.be/-ocSIqqB1Ww?si=Wu8yfHU4pv2kakp0
Bangladesh To India 560 Taka -https://youtu.be/tVAJJWIhs94
Kolkata To Kashmir Rs 750 -https://youtu.be/Ft-EocTkUhw
Kolkata To Delhi Rs 650 -https://youtu.be/YHIaD0WXIlM
India To Bangladesh Rs30 -https://youtu.be/S2k1KHv77K0
For Business Gmail - [email protected]
Thanks For Watching..