আমরা সাধারনত জমি খুব সহজেই মেপে নিতে পারি, কিন্তু ভাগ করার সময় একটু অসুবিধা হয়।
যেমন একটা জমি থেকে ২ শতক বা ৩ শতক ভাগ করার সময় দুটো দৈর্ঘ্য বা দুটো প্রস্থ পায়না। আর একটা দৈর্ঘ্য বা একটা প্রস্থ দিয়ে জমি মাপা যায় না, এই সমস্যা সমাধানের জন্য এই ভিডিওটি করা হয়েছে। এই ভিডিওটি দেখলে খুব সহজেই জমি না মেপে খাতাতেই জমি ভাগ করতে পারবেন।।
ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।।
ধন্যবাদ
#Mix_Educare