সাল ২০০৯,প্রলয়ঙ্কারী ঘূর্নিঝড় আইলার এক আঘাতে সুন্দরবনের ১১টি জেলার ৫০ লক্ষ মানুষের গায়ে থাকা দু টুকরো জামা ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই । চারদিকে অথৈ জল,তবুও পিপাসা মেটানোর জন্য একফোঁটা পানিও নেই । এমনই এক পরিস্থিতি সেখানে উপস্থিত হন একজন বীরযোদ্ধা,মহসিন উল হাকিম যার নাম, পরবর্তীকালে যার হাত ধরেই বদলে গেছে গোটা সুন্দরবনের চিত্র । আইলার আঘাতে গৃহহীন মানুষের কথা সমগ্র বাংলাদেশে পৌছে দিতে এসে জানতে পারেন তারা মোটেও এই দুর্যোগ নিয়ে চিন্তিত না । ঝড়ের আঘাতে গ্রামের পর পর গ্রাম লণ্ডভণ্ড হওয়ার পরও তাদের চোখে মুখে হারানোর কোনো বেদনা দেখতে না পেয়ে মহসিন বুঝতে পারেন এরচে ভয়ংকর কোনো বিপদের সম্মুখীন সুন্দরবনের মানুষ প্রতিদিন হচ্ছে । কি সেই বিপদ? যার কারণে সাইক্লোন আইলার আঘাতেও তারা অবিচল , আর এই বিপর্যস্ত মানুষের মাঝে থেকে মহসিন উল হাকিম কিভাবে মহানায়ক হয়ে উঠছেন এ নিয়ে আমাদের আজকের এই বিশেষ আয়োজন । গ্যারান্টি দিয়ে বলছি দর্শক, আপনারা হয়তো হাজারো সিনেমা দেখেছেন তবে আমাদের আজকের গল্পের নায়ক "মহসিন উল হাকিমের" দুঃসাহসিকতার গল্প আপনাদের দেখা হাজারো হাজারো সিনেমার গল্পকেও হার মানাবে ।
#MohsinUlHakim #Pirates #Sundarbans