MENU

Fun & Interesting

Morananu Smriti Bhabona (শ্রদ্ধেয় শ্রীমৎ জ্ঞানদ্বীপ ভান্তের কন্ঠে মরণানুস্মৃতি ভাবনা)

Tamaja (Mikado) 37,425 4 years ago
Video Not Working? Fix It Now

চাকমা ভাষায় মরণানুস্মৃতি ভাবনা পাঠ করেছেন শ্রীমৎ জ্ঞানদ্বীপ ভান্তে। এই মরণানুস্মৃতি ভাবনাটি শ্রবণের মধ্য দিয়ে নিজের মন চিত্তকে সংযম, নিয়ন্ত্রণ, দমন এবং নিজেকে নিজের কৃতকর্মকে ফিরে দেখা বা করার আগে চিন্তা করার সুযোগ সৃষ্টি হয়। শ্রদ্ধেয় বনভান্তে সর্বদা বলতেন নিজে অন্যেকে উপকার করতে না পারলেও বিন্দুমাত্র ক্ষতি যেন না করি কারন সেই বিন্দুমাত্র ক্ষতি যে কত পরিমান ক্ষতির কারন হতে পারে তা আসলে বুঝানো যাবে না। যে বিপদে পড়ে সেই বুঝে এবং অনুধাবন করতে পারে কতটা নিজেকে সংযত রাখা জরুরী। পঞ্চ ইন্দ্রীয় এর কথা আমরা সকলে জানি। আমরা সাধারনত কায়িক মানসিক শারীরিক ভাবে পাপ কর্ম এবং কুশল কর্ম করে থাকি। কর্ম করার আগে বা পরে ভাববার জন্য এই পাঠচক্রটি সহযোগিতা করে। জগতের সকল প্রাণী সুখী হোক, দুঃখ হতে মুক্তি লাভ করুক। সাধু সাধু সাধু #bangladesh #chakma #facebook #viral #cht #rangamati #religious #buddhism #song #sutra #tamaja #sathmizilleye

Comment