অনেক সময় দেখা যায়, একটি অপরাধ সংঘটিত হওয়ার পর কারো দেওয়া তথ্য বা ইন্ফরমেশনের ভিত্তিতে একটি এফআইআর বা মামলা রেকর্ড হয়ে গেছে। কিন্তু তার অব্যবহিত পরেই দেখা গেল, যে এফআইআরটি রেকর্ড করা হয়েছে তাতে প্রকৃত সত্য প্রতিফলিত হয়নি কিংবা তাতে প্রকৃত অপরাধীদের নাম উল্লেখ নেই অথবা তাতে মূল ঘটনার বাইরে ভিন্ন একটি গল্পের অবতারণা করা হয়েছে। তখন প্রকৃত ঘটনা উল্লেখপূর্বক মামলা করতে গেলে থানা প্রথম এফআইআর—এর অজুহাতে নতুন করে মামলা রেকর্ড করতে অনীহা প্রকাশ করে। এরূপ পরিস্থিতির মুখোমুখী হলে কী করণীয়, সে সম্পর্কে জানেন না অনেকেই।
পাশাপাশি এই বিষয়ে ফৌজদারি কার্যবিধিসহ বিদ্যমান আইনে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা রয়েছে কি না কিংবা আমাদের উচ্চ আদালতসহ এই উপমহাদেশের উচ্চ আদালতসমূহ এই বিষয়ে ঠিক কী কী সিদ্ধান্ত প্রদান করেছেন, এই সকল বিষয়েও জানেন না অনেকেই কিংবা জানলেও নানামুখী সিদ্ধান্তে বরং বেড়েছে তাঁদের আরও সংশয়। এই বিষয়টি উপলব্ধি করেই আমরা নির্মাণ করেছি এই এপিসোডটি। অর্থাৎ একটি ঘটনায় কি একাধিক এফআইআর হতে পারে? আমরা আশা করি এপিসোডটি মনোযোগ সহকারে দেখার পর আইনের এই মৌলিক বিষয়ে আইন শিক্ষার্থীরাসহ অনুসন্ধিৎসুরা পাবেন একটি পরিস্কার ধারণা, যার ফলে এই বিষয়ক ধোঁয়াশা বা সংশয় কেটে যাবে নিমিষেই।
এপিসোডটির গ্রন্থনা করেছেন কে আর চৌধুরী, উপস্থাপন করেছেন ফাল্গুনী মজুমদার, পাঠ করেছেন মিশকাত শুকরানা আর সম্পাদনা করেছেন কামরুল হাসান ইমরান।
#lawtubebd #legaleducation #lawstudents #FIR #policecase #law
আইন সম্পর্কে আপডেট পেতে
ল'টিউববিডি-র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন 👇👇
https://www.youtube.com/@lawtubebd?sub_confirmation=1
আমাদের ফেসবুক পেইজঃ https://www.facebook.com/lawtubebd