এই ভিডিওতে একজন শিক্ষার্থী কিভাবে একটি গ্রহনযোগ্য Personal Statement / Statement of Purpose / Motivation Letter/ Letter of Intent / Cover Letter লিখবে, তার যথাযথ ভিজুয়ালাইজ ব্যাখা দেওয়া হয়েছে। Motivation Letter লেখার সময় একজন শিক্ষার্থীর কি কি বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিৎ, Motivation Letter লিখার টিপস, Motivation Letter এর স্ট্রাকচার, আবশ্যকীয় সংযুক্তি, পরিত্যাজ্য বিষয়াদিসহ পসিবল কন্টেন্ট অব স্টেটমেন্ট নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে, যাতে উচ্চশিক্ষা আগ্রহী শিক্ষার্থী মাত্রই উপকৃত হতে পারেন।।