একটি রহস্যজনক চুরি ও খুনের তদন্তের ভার এসে পড়ে সন্দীপনের উপর। যে লোক চুরি করেছে সেই আবার খুন হয়েছে, এদিকে চুড়ির সময় তাকে নাকি আবার অন্য এক জায়গায় দেখাও গিয়েছে। কি করে সম্ভব এটা? কে আছে এই রহস্যের পিছনে? শুনুন শঙ্কর চট্টোপাধ্যায় - এর কলমে 'মুখোশের অন্তরালে' গল্পের প্রথম পর্ব