সোনির একটি বেশ ভালো মিউজিক সিস্টেম ফুল রানিং কণ্ডিশনে পেয়ে লোভ সামলাতে পারলাম না। নিয়ে নিলাম। শিপিংয়ে একটা স্পীকার ড্যামেজ হয়েছে। কিছুদিনের মধ্যে আর একটা স্পীকার চলে আসবে। তার আগেই সিস্টেম নিয়ে এই ভিডিও। নিচের লিঙ্কে মিউজিক সিস্টেমের অডিও আউট থেকে ডাইরেক্ট ক্যামেরায় রেকর্ড করা সাউণ্ড স্যম্পেল রাখা আছে।
ক্যাসেট ও সিডি সাউণ্ড স্যাম্পেলঃ (সরিয়ে দিয়েছি, অনেকদিন হয়ে গেছে)