MENU

Fun & Interesting

New Bangla waz by amir hamza বাংলাদেশী মুনাফিক কারা? চিনিয়ে দিলেন মুফতি আমির হামজা || Tahjib Center

Tahjib Center 4,114,639 7 years ago
Video Not Working? Fix It Now

বাংলাদেশী মুনাফিক কারা? আমির হামজার মুমিন ও মুনাফিক নিয়ে বিশ্লেষণধর্মী বক্তব্য || অসাধরণ তথ্য ও বাস্তবধর্মী উদাহরণ || New bangla waz by mufti amir hamza || amir hamza tahjib center || এই আলোচনার মূল প্রতিপাদ্যে মুমিন ও মুনাফিকের যে চরিত্র বা বৈশিষ্ট যেভাবে ফুটে উঠেছে..................... মুমিন ও মুনাফিক মুমিন ও মুনাফিক, দুটি ভিন্ন পথের দুই পথিক । একজনের শেষ গন্তব্য চিরস্থায়ী জান্নাত ,শান্তি-সুখের স্বর্গ । আরেকজনের শেষ আশ্রয় বেদনাদায়ক জাহান্নাম । তাই প্রকৃত মুমিনের গুণাবলী আর মুনাফিকের ঘৃণিত কর্মকাণ্ড সম্পর্কে সবার সচেতন থাকা প্রয়োজন ।অন্যথায় হয়তো অজান্তেই আমরা শয়তানের ফাঁদে পা দিয়ে মুনাফিকসুলভ আচরণে নিজেদের জড়িয়ে ফেলব , যা কখনোই আমাদের কাম্য নয় । নিফাক বা মোনাফেকী দুই প্রকার ১. বিশ্বাসগত নিফাক : এটি বড় কুফর যা মুসলিম মিল্লাত থেকে বের করে দেয়। তা আবার ৬ প্রকার......... # রাসূলকে মিথ্যা সাব্যস্ত করা # কিংবা রাসূলকে ঘৃণা করা # রাসূলের দ্বীনের ক্ষতিতে খুশি হওয়া # রাসূলের দ্বীনের বিজয় অপছন্দ করা # রাসূল যে দ্বীন নিয়ে এসেছেন তাকে ঘৃণা করা # রাসূল যে দ্বীন নিয়ে এসেছেন তার কোনো কিছুকে মিথ্যা সাব্যস্ত করা ২.কর্মগত নিফাক : এটি ছোট কুফর যা মুসলিম মিল্লাত থেকে বের করে দেয় না। তবে তা বড় ধরনের অপরাধ ও মহাপাপ। নবী করিম (সা.) হাদীসে উল্লেখ করেছেন- "চারটি স্বভাবের যে কোন একটি যার মধ্যে বিদ্যমান সে খাঁটি মুনাফিক। আর সেগুলো হল......................... # আমানত রাখা হলে খিয়ানত করে # কথা বললে মিথ্যা বলে # অঙ্গীকার করলে ভঙ্গ করে এবং # বিবাদে লিপ্ত হলে অশ্লীল গালি দেয়া মুমিনের পরিচয় : যে ব্যক্তি মহান আল্লাহ রাববুল আলামীনের একত্ববাদে পূর্ণ আন্তরিকতার সাথে বিশ্বাস স্থাপন করে তার প্রতিটি বাণী মেনে চলে ও সে অনুযায়ী কর্ম সম্পাদন করে তাকেই মুমিন বলে। অন্যভাবে বলা যায় মহান আল্লাহ তায়ালা, তার প্রেরিত নবী, রাসূল, ফিরিশতা, কিতাব, পরকাল ও তকদীরের প্রতি পূর্ণ আন্তরিকতার সাথে বিশ্বাস স্থাপন করে আর ঈমান গ্রহণের পর যে ব্যক্তি ঈমান থেকে বিন্দুমাত্র বিচ্যুত হননি তিনিই মুমিন। মুমিনের বৈশিষ্ট্য..................................................................... মহাগ্রন্থ আল-কুরআনুল কারীম ও পবিত্র হাদীস শরীফে মুমিনের চারিত্রিক সনদ অর্থাৎ যে বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে তা নিম্নে পেশ করা হল । ১. সন্দেহমুক্ত জীবন যাপন (সূরা হুজরাত-১৫) ২. মুমিন মহববত ও দয়ার প্রতীক : (তিরমিযী) ৩. মুমিন আল্লাহর ভয়ে ভীত : (আনফাল-২-৪) ৪. মুমিন আল্লাহর ফায়সালার পূর্ণ অনুগামী : (সূরা আন নুর-৫১) ৫. মুমিন আল্লাহর স্মরণে প্রশান্তিপ্রাপ্ত জনগোষ্ঠী : ৬. মুমিন আল্লাহর রহমতপ্রাপ্ত জনগোষ্ঠী : ৭. মুমিনগণ আল্লাহর সাহায্যপ্রাপ্ত জনগোষ্ঠী : (সূরা মুহাম্মদ-৭) ৮. মুমিনরাই বিজয়ী জনগোষ্ঠী : (আলে ইমরান-১৩৯) ৯. মুমিনদের একমাত্র পৃষ্ঠপোষক আল্লাহ : (বাকারা ২৫৭) ১০. মুমিনরা ভীতিমুক্ত শান্তি ও নিরাপত্তার বেষ্টনীতে আবদ্ধ জনগোষ্ঠী : (সূরা আন নুর ৫৫) ১১. মুমিনরা দুনিয়া ও আখিরাতের প্রতিষ্ঠিত জনগোষ্ঠী : ১২. মুমিনরাই জান্নাতের একমাত্র হকদার : (মুমিনুন ১০) ১৩. মুমিনরা নামাযের সংরক্ষণকারী : (সূরা মুমিনুন ২) ১৪. মুমিনরা আল্লাহর সীমা রক্ষাকারী ও তাঁর গোলামীর জীবনযাপনকারী : (তাওবা- ১১২) ১৫. মুমিনরা আল্লাহ প্রদত্ত আমানতের রক্ষক : (মুমিন-৮ ও সূরা আনফালের ২৭) ১৬. মুমিনরা কৃত ওয়াদার সংরক্ষণকারী : (বুখারী মুসলিম) ১৭. মুমিন সর্বকাজে সবরের পরাকাষ্ঠা প্রদর্শনকারী : (বুখারী মুসলিম)। ১৮. মুমিন আল্লাহর কাছে বাইআতবদ্ধ : (ফাতহ ১০) ১৯. মুমিন বিনয়ী ও নম্র : (সূরা মায়েদা-৫৪)। ২০. মুমিন তাকওয়ার উজ্জ্বল নমুনা : (নূর-৫২)। ২১. মুমিন আল্লাহর ওপর পূর্ণ তায়াক্কুলকারী : (হজ্ব-৭৮) সর্বোপরি কুরআন-সুন্নাহ বর্ণিত মুমিন জিন্দেগীর সুনির্দিষ্ট বৈশিষ্ট্যমন্ডিত জীবন যাপনের মাধ্যমে কেয়ামতের কঠিন বিপদের মুহূর্তে মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন ও জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে নিষ্কৃতি প্রাপ্ত সফলকাম উম্মাহর গর্বিত সদস্য হওয়ার সর্বাত্মক প্রচেষ্টা চালানোর পাশাপাশি মহান মাবুদের দরবারে সার্বক্ষণিক এ পথে অনড় থাকার তৌফিক কামনা করতে হবে। আল্লাহ আমাদের সফল মুমিন হিসেবে কবুল করুন। আমিন। 🔊 Follow us on Social Media : 🌐 Subscribe: https://bit.ly/2UsTqpA​​ 🌐 Facebook Like: https://bit.ly/2ttHf0D​​ 🌐 Facebook Group: https://bit.ly/2UsudvI​​ 🌐 Website: https://bit.ly/2tuLRDL​​ 🔊 In addition, For any copyright issue OR business inquiry please contact us on our Facebook page OR Mail ([email protected]). ⚠️ANTI-PIRACY WARNING⚠️ Any unauthorized reproduction, redistribution or re-uploading of this material is strictly prohibited. Legal actions will be taken against those who violate the Tahjib Center Or Youtube copyright rule. © Tahjib Center. All rights reserved. #mufti_amir_hamza_waz #tahjib_center_amir_hamza #মুমিন #মুনাফিক

Comment