#শুধু তোকে চাই
#NilporiNila
নিলি কলেজ থেকে মাত্র বাসায় ঢুকে দেখল বাসার পরিবেশ ভীষন থমথমে। সবাই ড্রয়িংরুমে গম্ভীর মুখ নিয়ে বসে আছে। নিলি বুঝতে পারছে না তাদের বাসার লোকেরা যেখানে দুইদিন ভাত না খেয়ে থাকতে পারে অথচ হাসি বন্ধ করে থাকতে পারে না সেখানে কি এমন ঘটল যে সবার মুখের হাসি-ই উবে গেল। নিলির বাবা আব্দুল কাদের মাথায় হাত ঠেকিয়ে বসে আছেন। আর বারবার এক-ই কথাই বলছেন, এখন কি করব? এতগুলো মানুষকে নিয়ে আমি যাব কোথায়? মাত্র পনেরো দিনের মধ্যে এত বড় শহরে বাড়ি ভাড়া পাওয়া সম্ভব!
বাবার কথার মাথামুন্ডু নিলি কিছুই বুঝল না। পনেরো দিনের মধ্যে বাড়িভাড়া করতে হবে কেন? যেখানে তাদের নিজেদের বাড়ি আছে।