নবনীতা চৌধুরীর ইউটিউব চ্যানেলে এখন থেকে প্রত্যেকদিন দেখুন, শুনুন 'নবনীতা চৌধুরীর বয়ান'।
সাহস আসে সততা থেকে, সাহস আসে সমাজ, ধর্ম, সমাজের ধর্ম, রাজনীতি, সংস্কৃতি, দর্শন , বিশ্ব ইতিহাস আর নিজের ইতিহাস জানা বোঝা আর তুলনামূলক বিশ্লেষণের জ্ঞান থেকে। সাহস আসে পড়ালেখা আর দেখার চোখ থেকে।
আপনারা জানেন, রাজনীতি ছাড়া আর কোন শক্তিতেই বিশ্বাস রাখিনা আমি; মনে করি রাজনীতিই সবকিছুর নিয়ন্তা। আমরা যারা মনে করি আদার ব্যাপারি হলেও জাহাজের খবর রাখা আমাদের অধিকার এবং প্রয়োজন, তাদের জন্যে 'নবনীতা চৌধুরীর বয়ান'।
বাংলাদেশ আর বাকি দুনিয়ার সব আলোচিত খবর আর সেসবের বিশ্লেষণ জানতে দেখুন, শুনুন 'নবনীতা চৌধুরীর বয়ান'।
পেজ ফলো করুন facebook.com/hellonobonita এবং সাবস্ক্রাইব করুন youtube.com/@hellonobonita.
আলোচনা, আড্ডা, তর্ক, বিতর্ক- এখন থেকে সব এখানেই। প্রত্যেকদিন, সারাদিন।
লিখতে পারেন, জানাতে পারেন আপনার আশাবাদ, উদ্বেগ, অভিজ্ঞতা, বিশ্লেষণ hellonobonita@gmail.com এই ঠিকানাতেও।