গর্ভে সন্তান আসার পর হতে ভূমিষ্ট হওয়া পর্যন্ত প্রসূতি ও তার পরিবারের সদস্যদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়। এ সময় সামান্য অসচেতনায় হতে পারে গর্ভের সন্তান কিংবা মায়ের ক্ষতি। এসময় গর্ভবতী মায়ের বাড়তি যত্ন নিতে হবে। হঠাৎ রক্তপাত শুরু হলে, খিচুনি হলে, ভীষণ জ্বর হলে, বিলম্বিত প্রসব হলে, চোখে ঝাপসা দেখা বা তীব্র মাথাব্যথা হলে মাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে। তাছাড়া গর্ভের বাচ্চার নড়াচড়া কমে গেলে বা গর্ভের শিশুর মুভমেন্ট কম মনে হলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। গর্ভকালীন বিপদ চিহ্ন সম্পর্কে জানা থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সহজ হয়।
ডা. শাহিদা আক্তার রাখী
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এফসিপিএস (অবস এন্ড গাইনী)
অবস এন্ড গাইনী বিশেষজ্ঞ ও সার্জন
ট্রেইন্ড ইন ইনফার্টিলিটি এন্ড ল্যাপারোস্কপিক সার্জারি
🔴 চেম্বার: গোমতী হাসপাতাল প্রাইভেট লিমিটেড
নজরুল এভিনিউ, ২য় কান্দিরপাড়, কুমিল্লা
হটলাইন: 01879-970055, 01711-798083
রোগী দেখার সময়: বিকাল ৪টা হতে রাত ৮টা (শুক্রবার চেম্বার বন্ধ)
🔴 অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নিতে ভিজিট করুন : drsarakhi.com
সিরিয়াল: 01958-422803 (সকাল ১০টা হতে সিরিয়াল শেষ না হওয়া পর্যন্ত)
🔴 Facebook : https://facebook.com/drsarakhi
🔴 Instagram: https://instagram.com/drsarakhi
#নরমালডেলিভারি #NormalDelivery #pregnancyemergency #drsarakhi
গর্ভকালীন বিপদ চিহ্ন | Normal Delivery Story