MENU

Fun & Interesting

North Sikkim tour | নর্থ সিকিম ভ্রমণ| North Sikkim Travel Guide | Lachung Zero Point Yumthang Valley

Maverick Mithun 1,128 9 months ago
Video Not Working? Fix It Now

#Maverick_Mithun (M Square) প্রথম পর্ব :বাংলাদেশ থেকে গ্যাংটক https://youtu.be/brEVLvYq_Zk?si=1QVcts5Lmd9iLvbm দ্বিতীয় পর্ব : Gangtok tourist places https://youtu.be/1dwL8QeQ0AQ?si=9yfbahOwFSPVKTdt North Sikkim tour plan | নতুন রাস্তায় নর্থ সিকিম। নর্থ সিকিম ভ্রমণের সবকিছু এক ভিডিওতে | North Sikkim tour package Episode 03 গত ১১ এপ্রিল বৃহস্পতিবার গ্যাংটক থেকে রওনা হই নর্থ সিকিম এর উদ্দেশ্যে। আগের দিন রাতেই আমরা আমাদের হোটেল Blue Sky এর ম্যানেজারের সাথে কথা বলে নর্থ সিকিম যাবার প্যাকেজ নিয়ে নেই। আসলে নর্থ সিকিম যাবার জন্য যে কোন ট্যুর বা ট্রাভেলস কোম্পানির মাধ্যমেই যেতে হয়। নর্থ সিকিম যাবার জন্য যে সকল কাগজপত্র লাগে ১. ইনার লাইন পারমিট এর ফটোকপি ২. পাসপোর্ট এর ফটোকপি ৩. ভিসার ফটোকপি ও ৪. এক কপি ছবি আমরা যেহেতু চারজন গিয়েছিলাম তাই চার জনের আলাদা আলাদা করে এই ডকুমেন্ট গুলো জমা দিতে হয়েছে। সকালে নাস্তা করে হোটেলে লাগেজ গুলো জমা রেখে শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসগুলো ছোট্ট একটি ব্যাগে ভরে আমরা হোটেল থেকে বের হই। হোটেল থেকে বের হয়ে ট্যাক্সি করে ১৫০ রুপি ভাড়ায় চলে যাই সিকিমের বাজরা স্ট্যান্ডে। বাজরা স্ট্যান্ড থেকেই মূলত নর্থ সিকিম এর গাড়ি গুলো ছেড়ে যায়। স্ট্যান্ডে গিয়ে আমাদের গাড়ি খুঁজে বের করে গাড়িতে উঠে নর্থ সিকিম এর উদ্দেশ্যে রওনা হই। আমাদের নর্থ সিকিমের এই প্যাকেজে রয়েছে 1. চার বেলার খাবার (২টা দুপুরের খাবার, একটা রাতের খাবার ও একটা সকালের খাবার), 2. পারমিশন, 3. গাইড, 4. আসা-যাওয়ার গাড়ি ভাড়া ও 5. লাচুং হোটেলে রাত্রীযাপন 6. লাচুং ও ইয়াং ইয়ামথাং ভ্যালি সাইটসিয়িং। যাত্রাপথে আমরা প্রথম স্পট হিসেবে দেখি সেভেন সিস্টার্স ওয়াটারফলস, তারপর দেখি নামসুং ভিউ পয়েন্ট। এরপর সোজা চলে যাই লাচুংএ। আমরা লাচুং এ পৌছাই সন্ধ্যা সাড়ে সাতটায়। লাচুংয়ে আমরা থাকি হোটেল মেলুম এ। হোটেলের অবস্থা খুব একটা সুবিধাজনক নয়। তা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। লাচুং আসার পথে প্রায় অর্ধেক রাস্তার পর থেকেই বৃষ্টি শুরু হয়ে যায় এবং সেটা লাচুং পৌঁছানোর পরও হতে থাকে। তাই এখানে প্রচুর ঠান্ডা পড়ে। তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াস হলেও আমরা ঠান্ডায় জমে যাই। যাইহোক হোটেলের রাতের খাবার খেয়ে আমরা ঘুমিয়ে পরি। সকালবেলা ঘুম থেকে উঠে সাড়ে সাতটার দিকে বেরিয়ে পড়ি ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে। ইয়ামথাং ভ্যালিতে না নেমে চলে যাই সিকিমের জিরো পয়েন্টে। এখানে বলে রাখা ভালো জিরো পয়েন্ট যাবার জন্য ড্রাইভারকে আলাদা করে আমাদের চার হাজার রুপি দিতে হয়। যাইহোক আসার পথে আমরা এই ইয়ামথাং ভ্যালিতে নেমে ঘুরে দেখি। ইয়ামথাং ভ্যালি ও জিরো পয়েন্ট ঘুরে আমরা হোটেলে এসে হোটেল চেক আউট করে পুনরায় গ্যাংটক ফিরে আসি এবং আমাদের আগের হোটেলের পাশেই হোটেল তাসিতে ১৫০০ রুপি ভাড়ায় রাত্রি যাপন করি। নর্থ সিকিমে আমাদের যা যা খরচ হয়েছে ট্যুর প্যাকেজ ১৫৫০০ রুপি ÷ ৪ = ৩৮৭৫ রুপি জিরো পয়েন্ট ৪০০০ রুপি ÷ ৪ = ১০০০ রুপি জুতা ভাড়া = ১০০ রুপি নর্থ সিকিম যাবার দিন সকালের নাস্তা = ১০০ রুপি আসার পথে দুপুরের খাবার = ১০০ রুপি লাচুং থেকে ফেরার দিন রাতের খাবার = ৮৭.৫ রুপি অন্যান্য খাবার = ৫০ রুপি গ্যাংটকে হোটেল ভাড়া ১৫০০ ÷ ৪ = ৩৭৫ রুপি ======================= সর্বমোট ৫৬৮৭.৫ রুপি আমরা যেহেতু ১০০ টাকায় ৭২ রুপি করে পেয়েছি কাজেই ৫৬৮৭.৫০ রুপিকে বাংলা টাকায় কনভার্ট করলে হয় ৭৮৯৯.৩০ টাকা North Sikkim tour plan. North Sikkim tour cost. north Sikkim tour. #Sikkim_Zero_Point #Lachung. #Yumthang_Valley Bheem Nala waterfalls seven sisters waterfall Naam Sung view point সিকিম জিরো পয়েন্ট উত্তর সিকিম ভ্রমণ লাচুং হোমস্টে North Sikkim tour package Email: [email protected] Facebook: https://www.facebook.com/debasis.chakraborty.94 Facebook Page: https://www.facebook.com/maverick.mithun1986/ Instagram: https://www.instagram.com/debasismithun / Music Credit : YouTube Audio Library =============================== Thanks all.

Comment