#হৃদয়ে_লিখেছি_তোমারি_নাম
#Nusrat_Jahan_Bristy
গল্পের ১ম অংশ
দ্বিতীয় বারের মতো নববধূ রুপে সজ্জিত হয়েছে অয়ন্তি। এই বিয়েটা সে করতে চায় নি, কিন্তু বাবা আর মামনির মুখের দিকে তাকিয়ে শুধু মাত্র রাজি হয়েছে এই বিয়েতে। যবে থেকে অয়ন্তি বুঝতে শিখেছে তবে থেকেই গ্রামের প্রত্যেকটা মানুষের মুখে মুখে বলতে শুনেছে সে নাকি অপয়া। তার দ্বারা সবসময় খারাপ কিছু ঘটে থাকে। এই অপয়া শব্দটা ছোট বেলা থেকে শুনতে শুনতে এত টুকু বড় হয়েছে অয়ন্তি। কিন্ত সময়ের সাথে সাথে অয়ন্তি