মাইকেল শইয়ারের (Michael Scheuer) জন্ম ১৯৫২ সালে নিউ ইয়র্কে। তার পরিচয় একাধারে ব্লগার, লেখক, আমেরিকার পররাষ্ট্র নীতির সমালোচক, রাজনৈতিক বিশ্লেষক এবং জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ‘শান্তি ও সুরক্ষা’ কেন্দ্রের প্রাক্তন সহকারী অধ্যাপক। তবে সবকিছু ছাপিয়ে তার কর্মজীবনের সবচেয়ে উল্লেখযোগ্য পরিচয়টি হলো তিনি আমেরিকার কেন্দ্রীয় গো য়ে ন্দা সংস্থা C I A-এর একজন প্রাক্তন কর্মকর্তা। ত্রিশ বছর বয়সে যোগদানের পর থেকে ২০০৪ সালে পদত্যাগ করার আগ পর্যন্ত প্রায় ২২ বছর C I A-তে কাজ করেছেন। আর এই ক্যারিয়ারেও সবচেয়ে উল্লেখযোগ্য দিকটি হলো, তিনি ১৯৯৬ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত C I A-এর কাউন্টার টেরোরিজম সেন্টারে ‘বি ন লা দে ন ইস্যু ইউনিট’-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত একই ইউনিটের বিশেষ উপদেষ্টা হিসেবেও কর্মরত ছিলেন। ‘বি ন লা দে ন ইস্যু ইউনিট’ কিংবা অন্য নামে A l e c Station ছিল উ সা মা বি ন লা দে ন কে ট্র্যাক ডাউন করার জন্য আমেরিকার গোয়েন্দাদের বিশেষায়িত দল।
.
‘বি ন লা দে ন ই স্যু ই উ নি ট’-এ কাজ করার পুরো সময় জুড়ে উ সা মা বি ন লা দে ন, আ ল-কা য়ে দা এবং এর মিত্রদের ব্যাপারে অধ্যয়ন করে মাইকেল শইয়ার বেশকিছু উপলব্ধিতে পৌঁছান। এভাবে চলতে চলতে এক সময় নিজের সেই উপলব্ধিগুলো তিনি আমেরিকানদের কাছে পৌঁছে দেওয়ারও তাগিদ অনুভব করেন। সেই তাগিদ থেকে বইও লিখতে শুরু করেন। কিন্তু একইসাথে তৎকালীন পরিস্থিতিতে নিজের উপলব্ধিগুলো ভয়ঙ্করভাবে স্রোতের বিপরীত অনুভব করে শইয়ার প্রথম প্রথম নিজের বই নাম গোপন করে প্রকাশ করেন। এভাবে ২০০২ সালে তাঁর T h r o u g h O u r E n e m i e s’ E y e s এবং ২০০৪ সালে I m p e r i a l H u b r i s : Why the West Is Losing the W a r on T e r r o r প্রকাশিত হয়।
.
বইগুলোতে তিনি মূলত আমেরিকার ইসলামপন্থী শত্রুদের ব্যাপারে নিজ মাতৃভূমির নীতি নির্ধারকদের ভুল ধারণার সমালোচনা করেন। এছাড়া আমেরিকার আফগানিস্তান ও ইরাক আগ্রাসনের সমালোচনা করে শইয়ার ব্যাখ্যা করেছিলেন যে, আমেরিকা আ ল – কা য়ে দার ফাঁদে পা দিয়েছে এবং ফলশ্রুতিতে আমেরিকার অর্থনীতি অচিরেই ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে। ২০০৪ সালে C I A থেকে পদত্যাগ করার পরপরই তিনি বইগুলোর লেখক হিসেবে আত্নপ্রকাশ করেন। এভাবেই মাইকেল শইয়ার আমেরিকার যুদ্ধ ও রাজনীতি, ইসলামপন্থীদের আদর্শ ও কর্মপন্থার একজন মৌলিক ও প্রামাণ্য চিন্তাবিদ হিসেবে সুপরিচিত হয়ে ওঠেন।
পরবর্তীতে মাইকেল শইয়ারের আরও দুটো একক বই Marching Toward Hell: America and Islam After I r a q (২০০৮) এবং O s a m a B i n L a d e n (২০১১) প্রকাশিত হয়। এই বইগুলোতে শইয়ার তার উপলব্ধি ও বর্ণনাকে প্রাণবন্ত করার পাশাপাশি আরও দালিলিক প্রমাণ দিয়ে বলিষ্ঠ করে তোলেন। এখনও পর্যন্ত মাইকেল শইয়ারের একক মৌলিক বই চারটি হলেও পরবর্তীতে আরও বেশ কয়েকটি বইয়ের সহলেখক হিসেবেও কাজ করেছেন। শইয়ারের সর্বশেষ একক বই O s a m a B i n L a d e n বাংলা ভাষায় ‘সাম্রাজ্যের ত্রাস’ (২০২১) নামে প্রকাশিত হয়।
Chapters:
00:00 বই পরিচিতি
00:34 সূচিপত্র
01:42 গোয়েন্দা যখন লেখক
08:37 সম্পাদনার আলাপ
18:00 প্রাককথন
.
All our videos are copyright-free. Share, reuse, and reupload. Spread Dawah!
.
আমাদের চ্যানেল ১০০% ভাগ অশ্লীলতা মুক্ত ইনশা আল্লাহ। আমরা আমাদের ভিডিওগুলো প্রচারের মাধ্যমে কোন প্রকারে উপার্জন করি না। তাই যদি কেউ আমাদেরকে হাদিয়া দিতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। iabookbd@gmail.com এই ঠিকানায় অথবা উপরে দেয়া লিংকে।
.
❏ বিশেষ ঘোষণা::
আমরা শুধু মাত্র ইসলামী ভিডিও এর অনুবাদ এবং বইয়ের অডিও প্রচার করে থাকি। অডিও প্রচারে আমাদের উদ্দেশ্য ইসলামের দাওয়াহ পৌছিয়ে দেয়া এবং শিক্ষা, গবেষনা ও সচেতনতা বৃদ্ধি করা। এসব বই বা ভিডিও এর ভাবধার সাথে আমাদের ভাবধারার মিল থাকা বাধ্যতামূলক নয়। এগুলো শুধু মাত্র ইসলামিক হবার কারণেই প্রচার করা হয়ে থাকে। আমাদের প্রচারিত ভিডিওতে যদি কোন সমস্যা খুঁজে পান তাহলে তা যথাযথ প্রমাণ সহ আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে। অডিও থেকে উপকৃত হলে আমাদের একান্ত অনুরোধ বইটি কিনে নিজ সংগ্রহে রাখার।
.
Disclaimer:
=========
This channel may use some copyrighted materials without specific authorization of the owner but contents used here fall under the Creative Commons & “Fair Use”.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statutes that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.
All Playlist and Links: https://linktr.ee/islamicaudiobook
Our Website: https://audiobookbangla.com?islamicaudiobook