MENU

Fun & Interesting

স্বাধীনতার পর এই প্রথম একুশে বইলেমা ২০২৫ইং।। Omar Ekushey Book Fair 2025।

Prince Nasir Media 21 15 hours ago
Video Not Working? Fix It Now

একুশে বইমেলা ২০২৫ সম্পর্কে বিস্তারিত | Boi Mela 2025 | Tour n Travel শুরু হয়েছে অমর একুশে গ্রন্থমেলা ২০২৫। জাতীয়ভাবে একুশে বইমেলা অনুষ্ঠিত হয় ঢাকায়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকার একুশে বইমেলায় সঠিক রাস্তায় কীভাবে আসবেন- সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের ভিডিওতে। এছাড়া বইমেলা কেমন চলছে এবং বইমেলা প্রাঙ্গণ ঘুরে ঘুরে সুন্দর সুন্দর স্টল ও বইপুস্তক দেখানোর চেষ্টাও করেছি। অমর একুশে গ্রন্থমেলা পরিচিত একুশে বইমেলা হিসেবে। প্রতি বছর পুরো ফেব্রুয়ারি মাসজুড়ে এই মেলা বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়। যতদূর জানা যায়, ১৯৭২ খ্রিস্টাব্দের ৮ই ফেব্রুয়ারি চিত্তরঞ্জন সাহা ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বর্ধমান হাউজ প্রাঙ্গণের বটতলায় এক টুকরো চটের ওপর কলকাতা থেকে আনা ৩২টি বই সাজিয়ে বইমেলার গোড়াপত্তন করেন। ১৯৭৬ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি একাই বইমেলা চালিয়ে যান। ১৯৭৮ খ্রিস্টাব্দে বাংলা একাডেমির তৎকালীন মহাপরিচালক আশরাফ সিদ্দিকী বাংলা একাডেমিকে মেলার সাথে সরাসরি সম্পৃক্ত করেন। এরপর থেকে বইমেলার আয়োজক হয়ে ওঠে বাংলা একাডেমি। ১৯৮৪ সালে সাড়ম্বরে বর্তমানের অমর একুশে গ্রন্থমেলার সূচনা হয়। Book Fair Timetable: Everyday- 03:00pm to 09:00pm Holiday— 10:00am to 09:00pm #boimela2025 #bookfair2025 #dhakaboimela #ekusheyboimela #ekusheybookfair2025

Comment