MENU

Fun & Interesting

ওথেলো।। দি মুর অব্ ভেনিস।। উইলিয়াম শেক্সপিয়ার।। Othello।। The Moor of Venice।। William Shakespeare।।

Video Not Working? Fix It Now

ওথেলো হল উইলিয়াম শেক্সপিয়ার রচিত একটি ট্র্যাজেডি। নাটকটির মূল নাম- দ্য ট্র্যাজেডি অফ ওথেলো, দ্য মুর অফ ভেনিস (The Tragedy of Othello, the Moor of Venice)। মনে করা হয়, ১৬০৩ সালে শেক্সপিয়ার এই নাটকটি রচনা করেছিলেন। সিনথিও (জোভান্নি বোক্কাচ্চোর জনৈক শিষ্য) রচিত কাহিনি উন ক্যাপিট্যানো মোরো (জনৈক মুর-জাতীয় ক্যাপ্টেন) অবলম্বনে ওথেলো নাটকটি রচিত হয়। মূল কাহিনিটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৫৬৫ সালে। নাটকের কাহিনি দু’টি প্রধান চরিত্র-কেন্দ্রিক: ভেনেসীয় বাহিনির মুর সেনানায়ক ওথেলো ও তাঁর বিশ্বাসঘাতক অধস্তন সেনানায়ক ইয়াগো। বর্ণবিদ্বেষ, প্রেম, ঈর্ষা, বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ ও অনুশোচনার মতো বহু বিচিত্র ও চিরকালীন বিষয়বস্তুর প্রেক্ষাপটে রচিত হওয়ায় ওথেলো এখনও পেশাদার ও সামাজিক নাট্যশালায় মঞ্চস্থ হয়। এছাড়াও একাধিকবার ওপেরা, চলচ্চিত্র ও সাহিত্যে এই নাটকটি অভিযোজিত হয়েছে। #Tragedy_of_Othello #William_Shakespeare #বাংলা_অনুবাদ_সাহিত্য #the_moor_of_Venice #othello ______________ 👉For business inquiries: [email protected]

Comment