Panthak Bhanter Desona শ্রদ্ধেয় পন্ঠক থেরো ভান্তের কন্ঠে মিথ্যাদৃষ্টি, পঞ্চশীল প্রতিপালন নিয়ে দেশনা
পূণ্যানুষ্ঠানে শ্রদ্ধেয় পন্ঠক থেরো ভান্তের দেশনা প্রদান। শ্রদ্ধেয় সম্যক সম্বুদ্ধ সময়ে পাশ্ববর্তী দেশ ভারতের নালন্দায় ঘটে যাওয়া ঘটনার উদাহরন দিয়ে দেশনা প্রদান। পঞ্চশীলের ব্যাখ্যার কথা শুনুন শ্রদ্ধেয় ভান্তের কন্ঠে।
জগতের সকল প্রাণী সুখী হোক
দুঃখ হতে মক্তি লাভ করুক।
সাধু সাধু সাধু