MENU

Fun & Interesting

কলকাতায় পারসি | Parsi Community in Kolkata

Banglalive.com 3,352 2 years ago
Video Not Working? Fix It Now

কলকাতা এখন যাঁরা থাকেন, তাঁদের বেশিরভাগই অবসরপ্রাপ্ত। নবীন প্রজন্ম বহির্মুখী। তাই, কলকাতায় পারসি সম্প্রদায়ের মানুষের সংখ্যা পনেরোশো থেকে এসে ঠেকেছে সাড়ে তিনশোয়। তাঁরাই সারা বছর ধরে আয়োজন করেন নানান অনুষ্ঠানের। প্রতি বার নতুন বছর উপলক্ষ্যে নতুন নাটক আয়োজিত হয়। নাটক নির্দেশনা থেকে অভিনয়- সবটা করেন নিজেরাই। এই শহরে থাকতে থাকতে মিশে গেছেন এখানকার সংস্কৃতির সঙ্গে। পারসি পত্রানি মাচ্ছি চাখা জিভে তাই ভাল লাগে বাঙালি ডাব চিংড়িও। পারসি নববর্ষে বাংলালাইভের সঙ্গে আড্ডায় ক্যালকাটা জুরাস্ট্রিয়ান কমিউনিটি'জ় রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটি ফান্ড-এর মুখ্য নির্বাহী আধিকারিক নশির ওয়াদিয়া।

Comment