MENU

Fun & Interesting

কাজ, ক্ষমতা ও শক্তি | Physics | M. Mashrur Hussain| SSC'23 | লক্ষ্য জিপিএ-৫ | Shikho

Shikho 47,181 2 years ago
Video Not Working? Fix It Now

আজকের এই ক্লাসে মূলত কাজের পরিচয়, শক্তি, শক্তির বিভিন্ন উৎস, ভর-শক্তি সম্পর্ক, ক্ষমতা ও কর্মদক্ষতা নিয়ে আলোচনা হয়েছে। এবং বরাবরের মতই ক্লাসটি নিয়েছেন তোমাদের সবার প্রিয় মাশরুর ভাই । ক্লাসের একদম শুরু থেকেই তোমরা দেখো, কাজ, শক্তি ও শক্তির বিভিন্ন উৎস নিয়ে খুঁটিনাটি আলোচনা করা হয়েছে। এরপর উদাহরণসহ স্থিতি শক্তি, গতিশক্তি এর ব্যাখ্যা এবং শক্তির সংরক্ষণশীলতা নীতি বিশ্লেষণ এর মাধ্যমে বুঝানো হয়েছে কেন এই টপিক টি তোমার SSC পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমরা যারা SSC ২৪ এবং ২৫ ব্যাচের student আছো, আশা করি তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের গতি চ্যাপ্টারে ইতিমধ্যে দেখে ফেলেছ এই টপিক গুলো নিয়ে কত তথ্য দেয়া আছে। এরকমই দারুণ সব ক্লাস রেগুলার পেতে সাবস্ক্রাইব করো শিখোর ইউটিউব চ্যানেলে।

Comment