Pocha Dighi Bagerhat Fishing video, বাগেরহাটের পচা দিঘিতে মাছ ধরা দেখুন।কে জিতে নিলো মোটরসাইকেল
পচা দীঘিতে প্রতিবছরে কয়েকবার টিকিটের মাধ্যমে বরশি দিয়ে মৎস্য শিকারের আয়োজন করা হয়ে থাকে। দেশের স্বনামধন্য সব সৌখিন মৎস্য শিকারীরা পচা দিঘিতে মৎস্য শিকার করতে আসেন। পচা দীঘি বাগেরহাট জেলার দশানি ট্রাফিক মোড়ের পাশেই অবস্থিত। দশানি ট্রাফিক মোড় থেকে পচা দীঘিতে আসতে দুই মিনিট সময় লাগে। এই পচা দীঘির আয়তন ৯০ বিঘা জায়গা জুড়ে। এখানে রয়েছে কয়েক প্রজাতির অসংখ্য মাছ। পচা দিঘির সুনাম সারা বাংলাদেশ জুড়ে বিস্তৃত। এখানে প্রায় সবসময়ই দুই বা ততোধিক কাটার খেলা হয় সিঙ্গেল খেলা কখনো হয়না বললেই চলে। মাঝে মাঝে কিছু খেলায় পুরস্কারেরও ব্যবস্থা করা হয়ে থাকে। স্থানীয় লোকজন সহ বিভিন্ন অঞ্চল থেকে অনেকে আসেন শুধু এই মৎস্য শিকার উপভোগ করতে। সর্বোপরি বাগেরহাটের পচা দিঘী মৎস্য চাষ এবং মৎস্য শিকারের জন্য আদর্শ জলাধার।
In Pacha Dighi several times every year spearfishing is organized through tickets. All the famous fish hunters of the country come to Pocha Dighi to catch fish. Pacha Dighi is located next to the Dashani traffic junction in Bagerhat district. It takes two minutes to reach Pacha Dighi from Dashani traffic junction. The area of this Pacha Dighi is 90 bighas. There are numerous species of fish here. The reputation of Pacha Dighi is spread all over Bangladesh. There are almost always two or more cutters played, rarely singles. Sometimes prizes are also arranged in some games. Many people come from different regions including local people just to enjoy this fishing.