MENU

Fun & Interesting

পুকুরের জলের রং সবুজ করার পদ্ধতি ( Production of Phytoplankton in Pond ) সরাসরি AM Aqua Farm থেকে

AM AQUA 365,530 4 years ago
Video Not Working? Fix It Now

পুকুরের জলের রং সবুজ করার কৌশল ( Production of Phytoplankton in Pond ) : You should never do without fish in clear water. You should do without fish after the water in the pond turns green, otherwise a lot of fish may die or get infected.For this reason, before releasing the fish, we have to make the color of the water in the pond green. Many of us may think that why should we make the color of the water in the pond green? There are two reasons for this. Firstly, natural food i.e. phytoplankton or green plant particles will be produced in the pond and if there is phytoplankton then zooplankton or animal particles and worm species living in the bottom of the pond will survive. These phytoplankton and zooplankton are able to meet up to 40 percent of the fish's food needs.Second, the biggest job of phytoplankton is to make enough oxygen in the pond water. The largest natural source of oxygen production is phytoplankton. Which will create oxygen in the presence of sunlight and will help the fish to breathe. If there is enough oxygen, the growth and production of the fish will be very good.To make natural food in the pond i.e. to make phytoplankton, 5 kg of mustard husk per bigha, 15 to 20 kg of raw dung or compost should be left in 40 liters to 50 liters of water for 5 days. After 5 days, apply 5 kg DAP fertilizer in that mixture and after 2 to 3 days the color of the water will turn green. স্বচ্ছ জলে কখনোই মাছ ছাড়া উচিত নয় ।পুকুরের জলের রং সবুজ করে নেবার পরে মাছ ছাড়া উচিত ,না হলে প্রচুর পরিমাণে মাছ মারা যেতে পারে কিংবা রোগ গ্রস্থ হতে পারে।এই কারণে মাছ ছাড়ার আগে আমাদের পুকুরের জলের রং সবুজ করে নিতে হবে ।আমরা অনেকেই ভাবতে পারি যে পুকুরের জলের রং আমাদের কেন সবুজ করতে হবে ? এর দুটি কারণ আছে প্রথমত, পুকুরে প্রাকৃতিক খাবার অর্থাৎ ফাইটোপ্লাংটন বা সবুজ উদ্ভিদকণা তৈরি হবে আর ফাইটোপ্লাংটন থাকলে জুপ্ল্যাঙ্কটন বা প্রাণী কণা এবং পুকুরের তলাবাসী কেঁচো জাতীয় প্রাণী বাঁচবে । এই ফাইটোপ্লাংটন এবং জুপ্ল্যাঙ্কটন মাছের খাদ্য চাহিদার 40 শতাংশ পর্যন্ত পূরণ করতে সক্ষম ।দ্বিতীয়তঃ ফাইটোপ্লাঙ্কটন এর সবচেয়ে বড় কাজ হল পুকুরের জলে পর্যাপ্ত অক্সিজেন তৈরি করা । অক্সিজেন তৈরির সবচেয়ে বড় প্রাকৃতিক উৎস হচ্ছে ফাইটোপ্লাংটন বা সবুজ উদ্ভিদ করা। যা সূর্যালোকের উপস্থিতিতে অক্সিজেন তৈরি করবে এবং মাছের শ্বাসকার্য চালাতে সাহায্য করবে ।পর্যাপ্ত অক্সিজেন থাকলে মাছের গ্রোথ এবং উৎপাদন খুবই ভালো হবে ।পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করতে অর্থাৎ ফাইটোপ্লাংটন তৈরি করতে ,বিঘা প্রতি 5 কেজি সরিষার খোল, 15 থেকে 20 কেজি কাঁচা গোবর বা কম্পোস্ট ,40লিটার থেকে 50 লিটার জলে গুলিতে 5 দিন রেখে দিতে হবে। 5 দিন পর সেই মিশ্রনে 5 কেজি DAP সার মিশিয়ে প্রয়োগ করলে 2 থেকে 3 দিন পর জলের রং সবুজ হয়ে আসবে। –––––––––––––––––––––––––––––– Unconditionally by Broken Elegance https://soundcloud.com/brokenelegance Creative Commons — Attribution 3.0 Unported — CC BY 3.0 Free Download / Stream: http://bit.ly/2CEvurk Music promoted by Audio Library https://youtu.be/a1N_1y4YcGo ––––––––––––––––––––––––––––––

Comment