MENU

Fun & Interesting

হযরত হুদ (আঃ) পূর্ণাঙ্গ জীবনী | Prophet Hud Full Story In Bangla

Bio chobi - বায়ো ছবি 126,767 lượt xem 1 year ago
Video Not Working? Fix It Now

হযরত হূদ (আঃ) দুর্ধর্ষ ও শক্তিশালী ‘আদ জাতির প্রতি প্রেরিত হয়েছিলেন। আল্লাহর গযবে ধ্বংসপ্রাপ্ত বিশ্বের প্রধান ছয়টি জাতির মধ্যে কওমে নূহ-এর পরে কওমে ‘আদ ছিল দ্বিতীয় জাতি। হূদ (আঃ) ছিলেন এদেরই বংশধর। আল্লাহ যতগুলো জাতিকে গজব দিয়ে ধ্বংস করেছেন তার মধ্যে আদ জাতি অন্যতম।আদ জাতি ছিল দুর্ধর্ষ, শক্তিশালী এবং একই সাথে সম্পদশালী। তারা লম্বায় ছিল যে কারও চেয়ে বেশি, তাদের ছিল পেশীবহুল শরীর, তাদের হাড়ের গড়ন ছিল যে কারও চেয়ে শক্ত, এককথায় তারা ছিল অনন্য-তাদের সময়ে তাদের সাথে তুলনা করার মত আর কেও ছিলনা। কোরআনে তাদের স্বাতস্ত্র্য অতন্ত্য পরিষ্কার ভাষায় ব্যক্ত করতে গিয়ে বলেছেঃ এমন দীর্ঘকায় ও শক্তিশালী জাতি ইতিপূর্বে পৃথিবীতে সৃজিত হয়নি। তারা ছিল ধ্বংসাত্মক মানষিকতার। তারা যাদের উপর আক্রমণ করত তাদেরকে ধ্বংস করে ফেলত। তাদের ছিল বিশাল সৈন্যবাহিনী। এতই বিশাল যে সৈন্যবাহিনীর সামনের অংশ বিপক্ষদলকে যখন আক্রমণ করত পেছনের অংশ তখনও শহরের গেইট পার হতে পারত না। হযরত হুদ (আঃ) ছিলেন এই জাতির জন্য আল্লাহর প্রেরিত নবী।
#nobiderjibon #islamicstory #biochobi #islamicgolpo


=বিশেষ দ্রষ্টব্য=
এ ভিডিওতে কোনভাবেই কোন ব্যক্তি কিংবা কোম্পানি কিংবা এ সংশ্লিষ্ট কোন কিছুকেই কোন ভাবেই ক্ষতিগ্রস্থ করা’কে সমর্থন করে না কিংবা সেই উদ্দেশ্য রাখে না। তাই উল্লেখিত কোন পক্ষ যদি ক্ষতিগ্রস্থ হয়, তবে তা নিতান্তই কাকতালীয় ও অনিচ্ছাকৃত। সে জন্য পূর্বেই বিনীত ক্ষমাপ্রার্থী।
Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Comment