MENU

Fun & Interesting

কৈবল্যধাম যাদবপুর রামঠাকুর মন্দিরের প্রভাতী কীর্তন । Provati Kirtton of Kaibalyadham Jadavpur - P3

Video Not Working? Fix It Now

কৈবল্যধাম যাদবপুর রামঠাকুর মন্দিরের প্রভাতী কীর্তন - Part 03 ------- ঘড়ির কাঁটা যখন ঠিক সাড়ে ৪টা বাজে তখন শুরু হয় শ্রীধাম শ্রীশ্রী কৈবল্যধাম যাদবপুর-এ শুরু হয় ঠাকুরসেবা ও বাল্যভোগ। ১ঘন্টা পর সকাল সাড়ে ৫টায় ভোগ নিবেদন করা হয়। এরপর আরও কিছুক্ষণ কীর্তন চলার পর, বেদবাণী পাঠ, রামস্তোত্রম ও গুরুবন্দনা পাঠ করে, শান্তির জল বিতরন করে সকালের পূজা সমাপ্ত হয়। এরপর হয় বাল্যভোগ বিতরণ।

Comment