একটু বেশি মাত্রায় ভয়ের গল্প, অন্ধকার ঘরে যদি হেডফোনের সাহায্যে শোনেন তবে ক্ষয়ক্ষতির জন্য আমরা দায়ী নই।
সায়ক আমানের লেখা প্রথম রহস্য উপন্যাস "তার চোখের তারায়" বই হয়ে আসতে চলেছে কয়েক মাসের মধ্যেই। আরও জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে বা সাবস্ক্রাইব করুণ ইউটিউব চ্যানেল।
আজ এক নতুন অতিথি উপস্থিত থাকবেন আমাদের সঙ্গে। কুখ্যাত কামিন হাউজে একরাত থেকে এসেছেন ইনি। উদ্ধার করেছেন কিছু অজ্ঞাত গোপন ইতিহাস। শুধু শব্দের সুত্র ধরেই কি সমাধান হবে বহু বছর আগে ঘটে যাওয়া একটি নৃশংস খুনের? মিডনাইট হরর স্টেশানের অন্যতম ভয়ের গল্প - পূর্বাভাষ।
কাহিনী - সায়ক আমান
পাঠে - সায়ক আমান