আমেরিকায় মানুষের মাসিক আয় কত? । আমেরিকায় কোন পেশায় কেমন বেতন? । Monthly Salary at USA.
আমেরিকায় কাজের বেতন কত? আমেরিকায় সর্বনিম্ন স্যালারি কত?
আমেরিকায় কোন ধরনের কাজ পাওয়া যায় ।। কেমন বেতন /টাকা পাওয়া যায়?
মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক গৃহীত প্রথম পদক্ষেপের শুরুতে, শ্রমিকদের জন্য মার্কিন ন্যূনতম মজুরি প্রতি ঘণ্টায় বৃদ্ধি পেয়েছিল। জো বিডেন, তার স্বাক্ষর সহ, বলেছিলেন যে তিনি ফেডারেল প্রতিষ্ঠানগুলিতে শ্রমিকদের ন্যূনতম ঘন্টায় মজুরি প্রতি ঘন্টা 40 ডলার থেকে $10,95 15% বাড়িয়ে দেবেন। আমরা উপরে উল্লেখ করেছি, পরবর্তী সময়ে তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করেছিলেন।
রাজ্যগুলি মার্কিন ঘন্টায় ন্যূনতম মজুরি
আলাবামা $ 7.25 আলাস্কা $ 10.34 কলোরাডো $ 12.32 অ্যারিজোনা $ 12.15
আরকানসাস $ 11.00 ক্যালিফোর্নিয়া $13.00 থেকে $14.00 (25 বা তার কম কর্মচারী সহ নিয়োগকর্তা: $13,00; 26+ কর্মচারী সহ নিয়োগকর্তা: $14,00) ডেলাওয়্যার $ 9.25 কানেকটিকাট $ 13.00
জর্জিয়া $ 7.25 ফ্লোরিডা $ 8.65 আইডাহো $ 7.25 হত্তয়ী $ 10.10 আইওয়া $ 7.25
ইলিনয় $11.00 (পরিবারের সদস্য সহ 4+ কর্মচারী সহ নিয়োগকর্তাদের জন্য প্রযোজ্য)
ইন্ডিয়ানা $ 7.25 কেনটাকি $ 7.25 ক্যানসাস $ 7.25 মেরিল্যান্ড $ 12.15
লুইসিয়ানা $ 7.25 মেইন $9.65 (2+ কর্মচারী সহ নিয়োগকারীদের জন্য প্রযোজ্য)
মিশিগান $ 11.75 ম্যাসাচুসেটস $ 13.50 মন্টানা $ 8.75
মিনেসোটা $8.21 থেকে $10.08 ($500.000-এর কম বার্ষিক আয় সহ নিয়োগকর্তা: $8.21; $500.000 বা তার বেশি বার্ষিক আয় সহ নিয়োগকর্তা: $10.08)
মিসিসিপি $ 7.25
এক - অনেকে রেস্টুরেন্টে কাজ করেন। যারা ওয়াটার হিসাবে কাজ করেন, তারা সপ্তাহে ৩৫-৪০ ঘণ্টা কাজ করে ১হাজার থেকে ১২শ ডলার রুজি করেন ( যদি সেটা ভাল রেস্টুরেন্ট হয়)। আর ওয়াটারদের এভারেজ ইনকাম হল ৮ শ হলে ১ হাজার ডলার।
দুই – অনেকে আবাসিক হোটেলে কাজ করেন। এই জব অন্য সব প্রফেশনাল জব থেকে অনেক ভাল। অনেক ভাল সেলারি, অনেক ভাল বেনিফিট। আমার পরিচিত অনেকে আছেন যারা এদেশের ভাল ভাল ভার্সিটি পাশ করা কিন্তু হোটেলে কাজ করেন ।
তিন - অনেকে ট্যাক্সি ক্যাব চালান। এটা একটা ফ্লেক্সিবল জব। টাকাও ভাল । সপ্তাহে পাঁচদিন চালালে ৮শ থেকে ১ হাজার টাকা হয়ে যায় । আর স্টুডেন্ট দের জন্য বেস্ট জব।
চার - অনেকে আছেন অনেকদিন ধরে এখানে যাদের অনেকের নিজস্ব ব্যবসা আছে। ব্যবসা বলতে ডেলি গ্রোচারি, রেস্টুরেন্ট, হাঁস মুরগীর ফার্ম , গিফট শফ, গ্যাস স্টেশন, মোবাইল এক্সোসরিসের দোকান, সেলুন ইত্যাদি ।
পাঁচ - যারা মধ্য বয়স্ক, একটু বয়স্ক মানুষ দেশ থেকে আসেন, তারা কাজ পেতে এখানে একটু সমস্যা হয়। তাদের জন্য সিকিউরিটি হল বেস্ট জব ।
ছয় - অনেকে ভেন্ডারি করেন। ভেন্ডারি মিন রাস্তায় কার্টে করে খাবার বিক্রি করেন। অনেকে আবার ফল, শাক সবজি বিক্রি করেন। এ
সাত -অনেক ফাস্ট ফুডের দোকানে কাজ করে লাইক ম্যাকডোনাল্ড, সাবওয়ে,বার্গার কিং, ডানকিন ডোনাট,ডমিনো পিজা ইত্যাদি।
আট - অনেকে ফার্মেসিতে কাজ করেন। এদেশের ফার্মেসির সাথে ডিপার্টমেন্টাল স্টোরও থাকে। এখানে অনেকে এসোসিয়েট হিসাবে ৪/৫ বছর কাজ করে স্টোর ম্যানেজার হয়ে যায়। এসব ফার্মেসী ম্যানেজারদের সেলারিও খারাপ না।
নয় - অনেকে সিটি জব করেন। এটা অনেকটা আমাদের দেশের সরকারি জবের মত। ট্রাফিক পুলিশ, রেগুলার পুলিশ, রেল বিভাগ, বাস বিভাগ, পোস্ট অফিস ইত্যাদি যে সব ডিপার্টমেন্ট গুলা সিটির আন্ডারে আছে।
দশ- আইটি ফিল্ডে বাংলাদেশিদের অবস্থান ঈর্ষণীয়। এবং দিন দিন এর পরিমাণ দিন দিন বাড়ছে। ইন্ডিয়ান চাইনিজদের পরেই বাংলাদেশিদের অবস্থান।
এগার - মেডিকেলের প্রত্যেকটা ডিপার্টমেন্টে বাঙালিদের অবস্থান চোখে পড়ার মত। ডাক্তার, ডেন্টিস্ট থেকে শুরু করে নার্স, পি এ, এইড, ফার্মাসিস্ট, বিভিন্ন রকম টেকনিশিয়ান প্রত্যেকটা ডিপার্টমেন্টে দিন দিন বাঙালিদের সংখ্যা শুধু বাড়ছে।
বার - অনেকে আছেন উকিল যদিও সংখ্যায় একটু কম। তবে অনেকে পেরা লিগ্যাল হিসাবে ল কোম্পানিতে কাজ করেন। অনেকে আবার ল'অফিসে ক্লারিকাল বা ম্যানেজমেন্টে কাজ করেন।
তেরো- অনেকে ব্যাংকে কাজ করেন। ট্রেলার হিসাবে যারা কাজ করে তারা আয়ার-লি ১২-১৫ ডলার পায়।
চৌদ্ধ- অনেকে বিভিন্ন কোম্পানি একাউন্টেড হিসাবে কাজ করেন, যাদের সেলারি ৪৫-৭০ হাজার ডলার।
পনের - এখানে অনেক বাংলা সাপ্তাহিক পত্রিকা আছে। অনেকে সেসব পত্রিকায় কাজ করেন।
ষোল অনেকে আছেন ইন্জিনিয়ার, সংখ্যায় একটু কম। তবে দিন দিন বাড়ছে কারণ এখানে জন্ম নেয়া বাঙগালি ছেলেমেয়েরা ইন্জিনিয়ারের বিভিন্ন বিভাগে পড়াশুনা করছে।
সতের অনেকে ক্লিনিংয়ের কাজ করেন। বড় বড় অফিস ব্লিল্ডিং বড় বড় অপার্টমেন্ট ব্লিল্ডিং ক্লিনিং। কেউকেউ ক্লিনিং কোম্পানীর আন্ডারে কাজ করেন,কারোকারো আবার নিজেরই ছোট কোম্পানী আছে। এই কাজে পয়সা অনেক ভালো।
আটারো আরও কিছু কিছু কাজ আছে যেগুলা আমরা বাংগালীরা করে থাকি যেমন - মুভিংয়ের কাজ, প্লাম্বিং, কন্সট্রাকশন। এইগুলাতেও পয়সা ভালো।
- আমেরিকা এমন একটা দেশ যেখানে কোন কাজকে কেউ ছোট করে দেখেনা। এখানে কোন কাজই ছোট নয়। এখানে মিলিনিয়ার রা যেমন বিএমডব্লিউ, লেক্সাস দৌড়ায় ঠিক তেমনি রাস্তার ঝড়ুদারও বিএম ডব্লিউ, লেক্সাস দৌড়ায়। যে যে টাইপ কাজ করুক না কেন, সে সেই কাজে বস। একটা উদহারণ দেই - মনে করেন কেউ কোন অফিসে সিকিরিউটিতে কাজ করেন। যদি ওবামা আসে তার অফিসে, এখন যদি সেই সিকিরিউটি পারমিশন না দেয় অফিসে না ঢুকার, তাহলে ওবামা ভিতরে ঢুকতে পারবেন না। সে পারমিশন না দেয়া পর্যন্ত বাহিরে দাঁড়িয়ে থাকতে হবে। এখানে চাকরীর জন্য কোনরকম ঘুষ বা কমিশন দিতে হয়না অথবা কোন কাজ কাজ করাতে গেলেও ঘুষ বা কমিশন দিতে হয়না।যার যে যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী কাজ করে। যে লাইনে আগে দাঁড়াবে সেই আগে কাজ শেষে বাড়ি ফিরবে।
#আমেরিকায়_স্যালারি_কত #আমেরিকায়_কাজের_বেতন #আমেরিকায়_কোন_ধরনের_কাজ_পাওয়া_যায় #আমেরিকায়_কেমন_বেতন #salary_usa #bangladeshi_vlogger #arifurrahman