খাঁচায় খরগোশ পালন | Rabbit Rearing In Bangla | Pet Rabbit Care In Bangla | Khorgos Palon
এই কন্টেন্ট এ আপনি দেখবেন কিভাবে খাঁচায় খরগোশ পালন করতে হয়। এবং খচায় খরগোশ পালনের ক্ষেত্রে কি কি নিয়ম কানুন মেনে চলতে হবে তাছাড়া আপনি খাঁচা খরগোশ পালতে চাইলে কত বড় সাইজের খাঁচার প্রয়োজন হবে ও খাঁচার দাম কত পরবে সবকিছু জানবেন এই ভিডিওতে।
খাঁচায় খরগোশ পালনের ক্ষেত্রে দুইটা আলাদা আলাদা পদ্ধতিতে মানুষ খরগোশ পালন করে। এক্ষেত্রে আপনি সবসময় খাঁচার মধ্যে আটকে খরগোশ পালন করছেন আর দ্বিতীয় টা হচ্ছে আপনি শুধুমাত্র রাতের বেলা খরগোশকে খাঁচায় আটকে রাখছেন বাকি টাইম ওরা ছাড়া অবস্থায় থাকছে। দুই ক্ষেত্রে আপনাকে দুইটা আলাদা আলাদা পলিসি অবলম্বন করতে হবে। প্রথমে আসি আপনি যদি বাসস্থান হিসেবে সবসময়ের জন্য খরগোশের খাঁচা ব্যবহার করতে চান তবে কেমন সাইজের খাঁচা দিতে হবে । এরকম হলে আপনাকে 24 ইঞ্চি বাই 24 ইঞ্চি সাইজের খাতা ব্যবহার করতে হবে। মানে খাতাটা দৈর্ঘ্য হবে 24 ইঞ্চি এবং প্রস্থ হবে 24 ইঞ্চি। আর খাতাটার উচ্চতা হতে হবে সর্বনিম্ন 18 ইঞ্চি। তবে এরকম খাঁচাতে ও যদি আপনি খরগোশ পালন করেন তবুও এদেরকে মাঝে মাঝে ছেড়ে রাখতে হবে। পোষা খরগোশকে সুস্থ-সবল রাখতে প্রতিদিন কমপক্ষে তিন ঘন্টা খরগোশকে ছোটাছুটি করতে সুযোগ করে দিতে হবে। আপনার খরগোশ কে ঘুরাঘুরির জন্য ছেড়ে রাখলে খেয়াল রাখবেন যেন কুকুর বিড়াল বা বেজি জাতীয় কোন প্রাণী এদের আক্রমণ করতে না পারে। অন্যদিকে আপনি যদি খরগোশকে দিনের বেশিরভাগ সময় ছেড়ে রাখেন এবং শুধুমাত্র রাতে এবং বিশেষ প্রয়োজনে ওকে খাঁচায় আটকে রাখেন তবে ছোট সাইজের খাঁচা ও ব্যবহার করতে পারবেন।
খরগোশের একটা অভ্যাস থাকে বিভিন্ন জিনিস দাঁত দিয়ে কাটার। আসলে প্রকৃতিতে খরগোশ বিভিন্ন ভ্যারাইটিজ এর খাবার গ্রহণ করে। কিন্তু আপনি যখন এদের খাচায় পালন করছেন তখন শুধুমাত্র তারা কয়েক রকমের খাবার খেতে পারছে। যার ফলে ধীরে ধীরে এদের দাঁত বড় হয়ে যায়। দাঁতের এরকম অস্বাভাবিক বৃদ্ধি থামানোর জন্য খরগোশ বিভিন্ন রকমের শক্ত জিনিস কামড়াতে থাকে। দেখুন এই খরগোসটা কে একটা কাগজের পিজবোর্ড দেয়া হলো। দেওয়ার সাথে সাথে সে এটাকে কামড়ানো শুরু করে। প্রকৃতিতে এরা বিভিন্ন গাছের ছাল বাকর শুধু শুধু কামড়ায়। এছাড়া শক্ত কাগজের পিজবোর্ড অথবা জুতার বাক্স বাদ নর্মাল কাগজ পেলে এর এগুলোকে কুটিকুটি করে। এটা করার পেছনে কারণ হচ্ছে এগুলো পড়ে তারা তাদের দাঁতের অস্বাভাবিক বৃদ্ধি কে বন্ধ রাখতে চায়। আর এ কারণে আপনাকে আপনার পোষা খরগোশের সুস্থতা রক্ষার্থে ওদের খাঁচায় কিছু কিছু করে পিজবোর্ড জুতার বাক্স বা শক্ত কাগজ দিতে হবে।
দ্বিতীয়তঃ প্রশ্ন আসে কিভাবে খরগোশের খাচাটা সেটআপ করতে হয়। খাঁচা সেটআপ করার সময় খাচার নিচের অংশের চটের ছালা ব্যবহার করতে হবে। এটাতে বার দুইটা আলাদা আলাদা উপকারিতা রয়েছে। এখন বারের চটের ছালা ব্যবহার করলে খরগোশের পা গুলো খাঁচার ভাজে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে না এবং খরগোশ কোনভাবে ব্যথা পায় না। দিতে উপকারিতা টা হচ্ছে খরগোশগুলো পরিষ্কার থাকে। চটের ছালা খরগোশের পায়খানা-প্রস্রাবের তরল অংশটা শুষে নেয় যার ফলে খরগোশ কম নোংরা হয়। আর চটের ছালা ব্যবহার করলে এটা পরিষ্কার করা তুলনামূলক সহজ। তবে ছালা ব্যবহারের পূর্বে অবশ্যই খেয়াল করবেন যেন ছালাটা বেশী ছেঁড়া না হয়। ছালা টা অতিরিক্ত ছেড়া হলে খরগোশের পা তাতে পেঁচিয়ে যাবার বা আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। অন্যদিকে ছেলে খরগোশগুলো খাঁচায় আবার পাটের ছালা ব্যবহার করা যাবে না। ছেলে খরগোশগুলো সেবার থাকে পাপোশ অথবা ছালা জাতীয় যেকোনো জিনিস দেখার সাথে সাথে তার মধ্যে খামচানোর। এজন্য ছেলে খরগোশ গুলোর খাঁচার মধ্যে কাগজের পিজবোর্ড ব্যবহার করতে হবে। এপিস বোর্ডগুলোও তরল পদার্থ তাড়াতাড়ি শুষে নেয় যার ফলে খরগোশগুলো পরিষ্কার থাকবে। তবে আপনি ছেলে করবে সেগুলোর খাঁচায় যদি শালা ব্যবহার করতে চান তবে খাঁচার নিচে মানে খাঁচার বাইরে থেকে শালা ব্যবহার করতে পারেন সে ক্ষেত্রে ওই সমস্যাটা আর হবে না।
খরগোশকে খাবার দেবার সময় চেষ্টা করবেন পরিষ্কার জায়গায় খাবার দিকে। শাক লতাপাতা খরগোশকে খাঁচায় খেতে দেয়ার সময়। খাতার উপর দিয়ে দিয়ে রাখতে পারেন। খরগোশ মাটিতে পড়ে থাকা খাবারের চাইতে উপর থেকে পেড়ে খাবার খেতে বেশি পছন্দ করে। খরগোশকে খাবারের পাশাপাশি পানি খাওয়াতে হবে। একটা প্রাপ্তবয়স্ক খরগোশ দিনে প্রায় 200 থেকে 300 গ্রাম পানি পান করে। তাই সব সময় ব্যবস্থা করা না গেলেও খাঁচার ভেতরে দিনে কয়েকবার পানি খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। এখানে খাঁচার ভেতরে আলাদা একটা পানির পাত্র ব্যবহার করতে পারেন। তবে পানির মাধ্যমে অধিকাংশ সময়ে রুপনাই ছড়ানোর সম্ভাবনা থাকে বলে বারবার পরিবর্তন করে পরিস্কার পানি খরগোশ কে খেতে দিতে হবে।
আর খরগোশের আদর্শ খাবার হচ্ছে ঘাস আপনি ঘাস শুকনো অথবা ভেজা উভয়ভাবে খরগোশ কি খেতে দিতে পারেন। আপনার বাসায় যদি শহরে হয় এবং কার সংগ্রহ করা কঠিন হয়ে যায় তবে অনলাইনে ঘাসের ফর বা হে অর্ডার করে খরগোশ কে খাওয়াতে পারেন। তবে খাঁচার খরগোশের জন্য যদি ঘাস সংগ্রহ করতে একান্তই না পারেন তবে এদেরকে প্রধান খাবার হিসেবে কলমি শাক খাওয়াতে পারেন। অন্য কোন খাদ্যকে প্রধান খাবার হিসেবে খরগোশ এর জন্য ব্যবহার করা যাবে না।
খাঁচায় খরগোশ পালন নিয়ে এই কনটেন্ট টি মানুষ বিভিন্নভাবে সার্চ করে থাকে
খরগোশের খাঁচার সাইজ, খরগোশের খাঁচার দাম কত, খরগোশ পালন পদ্ধতি, খরগোশ, khorgos Palon poddoti.