গ্রাম্য পরিবেশে ঘুরে ঘুরে গ্রামের স্বাদ নিন আর টাটকা-খাঁটি রাবড়ি খান। সকালে বেরিয়ে সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরে আসুন। রাবড়ি গ্রাম ছাড়াও দেখে নিতে পারেন ব্রম্ভ দত্ত ধাম আর ফুরফুরা শরীফ। একদিনের এই ট্রিপ টা খুব ভালো লাগবে। গ্রামের মানুষজনও খুব ভালো। অতিথি আপ্যায়নে ত্রূটি পাবেন না। গ্রামের মাটির সোঁদা গন্ধ আর তার সাথে তাজা রাবড়ি-সরভাজা, মন আপনার খুশিতে ভোরে উঠবেই। আপনাদের সুবিধার্তে, আমি যে বাড়িতে গিয়েছিলাম, ওনাদের ফোন নম্বর দিয়ে দিলাম। রাবড়ি, সরভাজা, গাওয়া ঘি কেনা থেকে শুরু করে যাবতীয় কথা বলে একবার ঘুরে চলে আসুন রাবড়ি গ্রামে।
মা কালী রাবড়ি ভান্ডার
শ্রী অর্জুন বালতি
মোবাইল নম্বর : 9734847896, 8348608904
গাংপুর, ষষ্টিতলা, আইয়া, হুগলী
Brandenburg Concerto No4-1 BWV1049 - Classical Whimsical by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution 4.0 license. https://creativecommons.org/licenses/by/4.0/
Source: http://incompetech.com/music/royalty-free/index.html?isrc=USUAN1100303
Artist: http://incompetech.com/
#rabrigram #weekend_tour #day_outing