রহমতের ফায়েজ |Rahmoter Dak | ইয়া আল্লাহু, ইয়া রাহমানু, ইয়া রাহীম, ইয়া রাহমাতাল্লিল আলামীন (সাঃ)|
রহমতের ওয়াক্তের ফায়েজ: রহমতের ওয়াক্তে রহমতের ফায়েজ ওয়ারেদ হয়। শেষ রাত্রি রহমতের সময়। সেই সময়ে আল্লাহ পাকের খাস রহমত বর্ষণ হয়। পশু-পাখি কীট-পতঙ্গ নিজ নিজ ভাষায় কুহু কুহু রবে আল্লাহর জিকির মহিমা প্রচার করে। সুতরাং সৃষ্টির শ্রেষ্ঠ মানুষকে ও সেই সময় আল্লাহর জিকিরে মগ্ন থাকা কর্তব্য।
দয়াল নবীজী (সা:) ফরমান: শেষ রাত্রি রহমতের সময় এবং আল্লাহর জিকিরের সময়। [ইব্নে মাযাহ শরীফ দ্বিতীয় খন্ড]
রাত্রির তিন ভাগ চলিয়া গেলে আল্লাহপাক প্রথম আসমানে নামিয়া আসিয়া বান্দাদের ফরমান: হে আমার বান্দাগণ ! আমি তোমাদের প্রতিপালক ! কে আছ আমার নিকট দোয়া চাও, আমি দোয়া কবুল করিব। গুনাহ মাফ চাও, আমি তাহা মাফ করিব। অন্য যে কোনো ফরিয়াদ আমি কবুল করিব। এমনিভাবে ফজর পর্যন্ত বলিতে থাকেন। [তিরমিজি শরীফ প্রথম খন্ড]
শেষ রাত্রিতে ফেরেশতারা রহমত লইয়া ঘোরাফেরা করে, যাহারা জিকির করে তাহাদের নিকট ফেরেশতারা আল্লাহর রহমত বর্ষণ করে ঐ সময়ে আল্লাহর জিকির করে, আল্লাহ কবুল করবেন।
[নাসায়ী শরীফ প্রথম খন্ড]
তাই নিশির শেষ ভাগে মহান রাব্বুল আলামীনকে প্রাণভরে কাঁদিয়া - কাঁদিয়া ডাকুন। তবেই কামিয়াবি হবেন।
ইয়া আল্লাহু ! ইয়া রাহমানু ! ইয়া রাহীম !
দয়াল নবীজী (সা:) কে মহব্বতের সঙ্গে ডাকুন:
ইয়া রাহমাতাল্লিল আলামীন ! ইয়া শাফিউল মুজনেবীন ।
হযরত খাজা বাবা শাহ এনায়েতপুরী, শম্ভুগন্জী, জামালপুরী (মাঃজিঃআঃ) পীর কেবলা জানের মধুর সুধা মোবারক। 👇👇
https://youtu.be/PjbTBshYd80
Facebook Page Link: https://www.facebook.com/khwajayunusia/
Facebook Group Link: https://www.facebook.com/groups/2658658831045448/?ref=share
আল্লাহর অলি গনদের শান, মান প্রচার ও প্রসারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।