In this video, I will going to introduce you the Rangkut Buddhist Temple at Ramu, Cox's Bazar is a Buddhist Monastery proved Buddhism in Bangladesh. It is beside cox bazar ramu cantonment and one of the old buddhist temple in coxs bazar. The Buddhist Temple is a popular tourist place of cox's bazar. The rangkut buddha monastery is a travel vlog.
শিলালিপি ও বৌদ্ধ ইতিহাস মতে, খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতকে মহামতি বুদ্ধ সেবক আনন্দকে নিয়ে বার্মা যাওয়ার পথে এই পর্বতে উপবেশন করেন। এ সময় মহামতি বুদ্ধ তিন পিঠকে ৮৪ হাজার বাণী বা ধর্মস্কন্ধ সম্পর্কে আলোকপাত করে বলেন, মহপরিনির্বাণের পর এই ধরাধামে এমন একজন মহাপুরুষ জন্ম নেবেন, যিনি বুদ্ধের প্রচারিত ৮৪ হাজার ধর্মবাণীকে সারা বিশ্বে প্রচারের জন্য ৮৪ হাজারটি ধাতু চৈত্য নির্মাণ করবেন। সেই ৮৪ হাজার ধাতুচৈত্যের একটি চৈত্য এই পশ্চিম সমুদ্রের পূর্বতীরে রম্যবতী বা রম্মাওয়াদী নগরের পর্বত শীর্ষে স্থাপিত হবে। সেই চৈত্যে আমার বক্ষাস্থি প্রতিষ্ঠা করা হবে। তখন এলাকটির নাম হবে ‘রাংকুট’। এই বলে বুদ্ধ বার্মায় চলে গিয়েছিলেন। বুদ্ধের পরিনির্বাণের ২৩৯ বছর পর পৃথিবীতে সম্রাট অশোক জন্ম নিলেন। সম্রাট অশোক ৯৬ কোটি স্বর্ণামুদ্রা ব্যয় করে ৮৪ হাজারটি ধাতু চৈত্য প্রতিষ্ঠা করেন, যার মধ্যে রাংকুট একটি, যা খ্রিষ্টপূর্ব ২৬৮ অব্দে প্রতিষ্ঠা করা হয়। ষষ্ঠ শতাব্দীতে আরাকান রাজা চন্দ্রজ্যোতি বুদ্ধ বক্ষাস্থির প্রতি সম্মান ও গৌরব প্রদর্শনার্থে রাংকুটের পূর্বে ’রাং-উ’শব্দটি যোগ করেন। এই ’রাং-উ’ শব্দটি পরে ভাষান্তর হয়ে ‘রামু’তে রূপান্তরিত হয়েছে বলে ঐতিহাসিকদের অভিমত। রামুর রাজারকুল ইউনিয়নে মহাবিহারটির অবস্থান বলতে গেলে রাস্তার পাশেই। এর মূল ফটক দিয়ে ঢুকতেই চোখ জুড়ে যায় বিভিন্ন ভঙ্গিমায় উপাসনারত বুদ্ধের মূর্তি দেখে। ফটকের ডান পাশে রয়েছে উপাসনারত ৩৫টি বুদ্ধমূর্তি। আর হাতের বাঁ পাশে রয়েছে ৫০টি। সপ্তদশ শতকে বিশ্বখ্যাত চৈনিক পরিব্রাজক হুয়েন সাং ভারত ও বাংলাদেশে গৌতম বুদ্ধের অবস্থানস্থল পরিদর্শনের সময় এই জায়গা ঘুরেছিলেন যা তার ভ্রমণ বৃত্তান্তে উল্লেখ আছে। এই চৈনিক পরিব্রাজকের একটি মূর্তি মন্দির সম্মুখে স্থাপন করা আছে। _______________________________________________________________________________________________ দর্শনার্থীদের জন্য সময়সূচি আপনি সকাল ৭টা থেকে সকাল ১১টা ও দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীরা ঘুরে দেখতে পারেন এই মন্দিরে। মন্দির পিছনে ধ্যানাসনের জন্য ছোট্ট ছো্ট্ট কুঁড়ে ঘরের অস্তিত্বও খুঁজে পাবেন। চাইলে দু-একঘন্টার জন্য ধ্যানে বসে যেতে পারেন। ________________________________________________________________________________________________ যেভাবে যাবেন কক্সবাজার থেকে গাড়ি রিজার্ভ নিয়ে যেতে পারেন রাংকুট। অন্যভাবে যেতে চাইলে কক্সবাজার কলাতলি থেকে ‘কক্সলাইন’ নামক বাস পাওয়া যায়। এটি রামু অবধি ভাড়া নেবে ২০ টাকা। নামতে হবে রামু বাইপাস। সেখানে সিএনজি পাওয়া যাবে। রাংকুট বনাশ্রম মহাবিহার পর্যন্ত সিএনজি রিজার্ভ ভাড়া ৮০-১০০ টাকা। দরদাম করে নেবেন। ফেরার পথেও একইভাবে ফিরতে হবে। রাংকুট থেকে রামু বাইপাস। সেখান থেকে বাসে চড়ে কলাতলি।
______________________________________________________
Please subscribe, comment, like and share the video ______________________________________________________
Your queries:
রহস্যময় রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহার ,
Rankut Buddhist Temple
Ramu
Coxs bazar
Travel with Nazmin
রামু বৌদ্ধ মন্দির
rangkut buddha monastery
travel,buddhism
tourist place of cox's bazar
ramu cox's bazar
cox bazar ramu mondir
cox's bazar buddhist temple
buddhist temple in coxs bazar
buddha monastery
buddhist meditation
Travel with Nazmin
ramu movie songs
Mr. Mixer's World
bd travellers
Labib Hossain Joy
Silvia & Shadman
Khudalagse
TravelWithShishirDeb
TravelWithMizan
Petuk Couple
Bangladeshi blogger mum Hira
Panorama Documentary
Srishti Tehri
Travel with Nazmin