MENU

Fun & Interesting

Revered Swami Vedaswarupanandaji. ভক্ত সম্মেলন। Taki Ramakrishna Mission. ‎@saradamaa 

Subhra Kanti Gayen 10,763 2 weeks ago
Video Not Working? Fix It Now

ভক্ত সম্মেলন, স্থান - টাকি রামকৃষ্ণ মিশন তারিখ : 26/01/2025 Devotees Convention Venue: Taki Ramakrishna Mission Date: 26/01/2025 ********************************* আজ অনুষ্ঠিত শ্রীরামকৃষ্ণ ভাবানুরাগী ভক্ত সম্মেলনে অংশ নিয়েছিলেন টাকি, হাসনাবাদ, বসিরহাট এবং দুর-দূরান্ত থেকে আগত বহু ভক্ত। সামগ্রিক সম্মেলন টি হয়েছে ভীষন মনোগ্রাহী, ভাবগম্ভীর এবং স্মরণীয়। উপস্থিত ছিলেন ---- 1) পূজনীয় শ্রীমৎ স্বামী আত্মপ্রিয়ানন্দজী মহারাজ ( প্রো চ্যান্সেলর এন্ড সেক্রেটারি, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট, বেলুড় মঠ ) 2) পূজনীয় শ্রীমৎ স্বামী বেদস্বরূপানন্দজী মহারাজ ( ইনচার্জ, বিবেকানন্দ অর্কাইড, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার। গোলপার্ক, কলকাতা ) 3) পূজনীয় শ্রীমৎ স্বামী পরিশুদ্ধানন্দজী মহারাজ (সম্পাদক, টাকি রামকৃষ্ণ মিশন) 4) পূজনীয় শ্রীমৎ স্বামী কমলস্থানন্দজী মহারাজ ( প্রিন্সিপাল, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারী কলেজ, রহড়া ) 5) পূজনীয় শ্রীমৎ স্বামী পূর্ণময়ানন্দজী মহারাজ সহ টাকি রামকৃষ্ণ মিশনের সকল পূজনীয় সন্ন্যাসীগণ। 6) পূজনীয় শ্রীমৎ স্বামী প্রভুকৃপানন্দজী মহারাজ (শুলকুনি শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ কেন্দ্র) 7) সম্মানীয়া পূর্বা সেনগুপ্ত ( রামকৃষ্ণ - বিবেকানন্দ সাহিত্যের প্রসিদ্ধ গবেষিকা ও লেখিকা। রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার। গোলপার্ক , কোলকাতা ) সমগ্র অনুষ্ঠানটি সুন্দর ভাবে সঞ্চালনা করেছেন - সম্মানীয় শ্রী পরেশ চন্দ্র দাশ (প্রাক্তন শিক্ষক, শ্রীরামকৃষ্ণ ভক্ত) সমগ্র অনুষ্ঠানটি তে অক্লান্ত পরিশ্রম করেছেন টাকি রামকৃষ্ণ মিশনের স্বেচ্ছাসেবক বৃন্দ ( পুরুষ ভক্ত এবং একই সাথে ভক্তিমতী মায়েরা) *********************************** যুগাবতার শ্রীশ্রী ঠাকুর,জগৎ জননী সারদা মা ও স্বামীজির শ্রীচরণে শত-প্রণতি জানাই। পরম পূজ্যপাদ সন্ন্যাসী বা সন্ন্যাসিনী গণ যাঁদের পবিত্র বক্তৃতা ,গান এই চ্যানেলের মাধ্যমে প্রচার করেছি বা করছি ,তাঁদের সকলের এবং শ্রীশ্রীঠাকুর ও মায়ের সকল সন্ন্যাসী , সন্ন্যাসিনী সন্তানের চরণে আমার বিনম্র প্রণতি জানাই। পরিশেষে সকল ধর্মের সকল ভক্তের চরণে প্রণাম নিবেদন করি। যে বা যাঁরা এই ভিডিও তে আমাকে ন্যূনতম সহযোগিতা করেছেন তাঁদের সকলকেই অকৃত্রিম ভালোবাসা,শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই। ঠাকুর ও মায়ের কাছে সকলের সর্বাঙ্গীন সুস্থতা ও মঙ্গল কামনা করি। ************************************ Youtube Channel Name :-- " Subhra Kanti Gayen " TAKI,WB, INDIA ************************************* @saradamaa #bhakta-sammelan #ভক্ত-সম্মেলন #sarada #ramakrishna #ramkrishna #belurmath #swamiji #taki-ramakrishna-mission #টাকি-রামকৃষ্ণ-মিশন

Comment