হরি ভক্ত ভক্তিমতি পিতামাতা দের চরণে আমার ভক্তিপূর্ণ প্রনাম। পর বিশেষ সমাচার এই যে,28/10/2021 তারিখ । ভারত, ওড়িশা, মালকানগিরি ডিস্ট্রিক্ট ,গ্রাম M.V.57নম্বর, শ্রী সুবাস ঘরামির (একটি বৈষ্ণব পরিবার) পরিবারে হরিসভা টি অনুষ্ঠিত হয়েছিলো ।
__________________________________
রিপন পাগলের আশ্রমের ঠিকানা:-
হরিগুরু পাগল চাঁদ সেবাশ্রম ,স্থান-সত্যানন্দপুর, পোষ্ট:- বেলকাশ, থানা:-গলসী, জেলা:-পূর্ব বর্ধমান রিপন পাগলের Phone number +919832461414
__________________________________
(শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের সঙ্গে ডা' সি,এস,মীড সাহেবের প্রথম সাক্ষাৎ)
সুভাষ চন্দ্র তরফদার
পর্ব ৮ *********
তাইতো আমরা আপনার মত মানব দরদী মহামান্য ইংরেজ সরকারের রাজপুরোহিতকে আমাদের কাছে ডেকেছি।আমার ইচ্ছা আপনি সপরিবারে এখানে থেকে আমার জাতির জন্য স্কুল-কলেজ স্বাস্থ্য শিবির তৈরি করে এদের মানব সমাজে প্রতিষ্ঠিত হওয়ার যগ্য করে তুলুন।আমি শুনেছি মহান খৃষ্টান ধর্ম প্রচারকরা এটা তদের নৈতিক কর্তব্য বলে মনে করেন। তাই আপনার কাছে সনির্বন্ধ অনুরোধ আপনি আমাদের মধ্যে থেকে আপনার কর্তব্য পালন করলে আমরা উপকৃত হব।
ঠাকুরের কথা ডা'মীড সাহেবের হৃদয় বিগলিত হয়ে উঠল।তিনি বললেন তাহা হইলে আপনি বলিতেছেন আপনার জাতি শিক্ষিত হইলে আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করিবে?
ঠাকুর বললেন দেখুন সাহেব, আমার মানুষদের যদি অন্ধত্ব মোচন হয়। তখন তারা তাদের জ্ঞানালোকে দূরদৃষ্টি সম্পন্ন হয়ে নিজেরা নিজেদের সঠিক পথ নির্বাচন করে নিতে পারবে।তখন আর আমার বলার অপেক্ষা রাখবে না।
ঠাকুরের কথা শুনে সাহেব বললেন আপনার অন্তরের ব্যথা হামি বুঝিতে পারিলাম। হাপনি হাপনার মধ্যে অনন্ত জ্ঞান শক্তি রাখিয়াছেন তা জানিতে পারিলাম।হামি আপনার কথা মতো কাজ করিয়া যাইবো।দেখিব প্রভুজী হামাকে দিয়ে মানুষের জন্য কি কাজ করাইতে চান। কিন্তু মহাশয় এই সকল কাজ করিতে হইলে অনেক জায়গা জমি প্রয়জন হইবে ।আমি জমি কোথা পাইবো?
ঠাকুর বললেন জমিরর জন্য আপনি চিন্তা করবেন না। আপনার যত জমি দরকার আমি আপনাকে দেবো।
সাহেব বললেন আপনার যত কথা শুনিতেছি, হাপনাকে যত দেখিতেছি আমি অবাক হইয়া নিজেকে আপনার মধ্যে হারাইয়া ফেলিতেছি। ইউ আর গ্রেড।আপনি জাতির জন্য হাপনার হৃদয় খুলিয়া সকল কিছু উজাড় করিয়া দিতে পারেন।এমন মহান কাজ কতজন করিতে পারে। হামি জানিয়াছি হাপনি মহামানব আছেন। হাপনার মত মহানুভব যে দেশে থাকেন সেই দেশের মানুষ ধন্য হইয়া যায়।হাপনার সঙ্গ লাভ করিয়া হামি ধন্য হইব। হামি ইংলিশ বিদ্যালয় গড়িব আমি নিজে ডাক্তার আছে। হসপিটাল করিব।হাপপনার মানুষদের বিনা চিকিৎসায় মরিতে হইবে না।আই প্রমিস ইউ।আমি হাপনাকে কথা দিলাম।
শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের মনে আশার দ্বীপ শিখা শতমূখী হয়ে আলোকিত হয়ে উঠল। সকলে জয় ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তুলল।ডা'সি,এস,মীড সাহেব,শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের ছবি হৃদয়ে অঙ্কন করে মহানন্দে সেদিনের মত বিদায় নিলেন।
যখন এই জয়ের আনন্দে সকলে আকাশ-বাতাস মুখরিত করে ঠাকুরের জয়ধ্বনি দিতে লাগল, তখন ঠাকুর সকল কে থামিয়ে দিয়ে বললেন, জয় আমাদের এখনো হয়নি,হতে চলেছে ।আর জয় হলে আমার হবে না ।জয় হবে সকল অস্পৃস্য জাতির।জয় হবে বিশ্ব মানবতার। ঠাকুর আরো বললেন------
সবাকে ডাকিয়া প্রভু বলে এই বাণী।
শুনো সব ভক্তগণ আমি যা জানি।।
নম:শূদ্র কুলে জন্ম হয়েছে আমার।
তবু বলি আমি নই নম:র একার।।
দলিত পিড়িত যারা দু:খে কাটে কাল।
ছুসনে ছুসনে বলে যত জল চল।।
শিক্ষা হারা দীক্ষা হারা ঘরে নাই ধন।
এই সবে জানি আমি আপনার জন।।
গু-চ-পৃ-২৪৪
(তথ্যসূত্র- শ্রীশ্রী গুরুচাঁদ চরিত্র।প্রনেতা-আচার্য মহানন্দ হালদার)
_________________________
Channel: Ami Matua
Administrator & Editing: SUNIL SARKAR
Ami Matua Team Contact number/WhatsApp +919178415460
বিশেষ অনুরোধ একান্ত প্রয়োজনে যোগাযোগ করবে
________________________
#রিপন_পাগল #ripan_pagol #ami_matua #আমি_মতুয়া