তিনি স্পষ্টবাদী, তাঁর মনে যা থাকে মুখেও তাই। একেবারে সাধারণ তাঁর জীবনযাপন। কাজ ছাড়া পরিবারকে সময় দিতেই ভালবাসেন। অভিনয়ের ক্ষেত্রে বহুমুখী শব্দটি তাঁর ক্ষেত্রেই প্রযোজ্য। তিনি ঋত্বিক চক্রবর্তী। এখনও প্রেক্ষাগৃহে চলছে তাঁর অভিনীত ছবি ‘সন্তান’। মুক্তির অপেক্ষায় ‘অপরিচিত’ এবং ‘ভাগ্যলক্ষ্মী’। ব্যস্ততার ফাঁকেই শীতের বিকেলে এক ক্যাফেতে আড্ডা জমালেন অভিনেতা।
#ritwickchakraborty #tollywoodnews
আনন্দবাজার অনলাইনের ভিডিয়ো দেখতে ক্লিক করুন: https://www.anandabazar.com/video