MENU

Fun & Interesting

Rock melon (রক মেলন) এর সফল বানিজ্যিক চাষ বাংলাদেশে। উদ্যেক্তাদের জন্য হতে পারে চমৎকার বিনিয়োগ।

Banijjik Krishi 336,195 5 years ago
Video Not Working? Fix It Now

Rock melon (রক মেলন) এর সফল বানিজ্যিক চাষ বাংলাদেশে। উদ্যেক্তাদের জন্য হতে পারে চমৎকার বিনিয়োগ। বিদেশী অত্যান্ত পুষ্টিকর ফল রক মেলন। এর ব্যাপক চাহিদা রয়েছে বিদেশে এবং দেশে। দামও অনেক বেশি গুগলে সার্চ দিলে দেখতে পারবেন। এই চাহিদার কথা মাথায় রেখে এবছর 20 বিঘা জমিতে রক মেলন আবাদ করে বাম্পার ফলন পেয়েছেন চুয়াডাঙ্গার কৃষক। যারা অল্প সময়ে অধিক লাভজনক আবাদের কথা ভাবছেন তাদের জন্য দরুণ একটি চাষ হতে পারে রক মেলন। চারা লাগানোর মাত্র 55-60 দিনে আপনি রক মেলন হারভেস্ট করতে পারবেন। চাষপদ্ধতি অনেকটা বারোমাসি তরমুজের মতই তবে কিছুটা ভিন্নতা রয়েছে। ভিডিওটিতে রকমেলন চাষ সম্পর্কে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তরুণ কৃষি উদ্যেক্তাদের হাত ধরে নতুন নতুন ফলের আবাদ আরও সম্প্রসারিত হবে যা অর্থ এবং পুষ্টি যোগানে সহায়ক হবে। কৃষিই সমৃদ্ধি। #Rock_melon #রক_মেলন #সাম্মাম

Comment