মিরপুর ডিওএইচএসে শামীমা সুলতানার ছাদকৃষি
সম্পূর্ণ ভিডিও- https://youtu.be/5YPNu5D8v60
==================
মিরপুর ডিওএইচএসের বাড়ির ছাদগুলো ঢাকার অন্য এলাকা থেকে অনেকটাই ভিন্ন। বেশির ভাগ বাড়ির ছাদেই সবুজের আস্তরণ। বোঝা যায়, ছাদকৃষি আন্দোলনে অনেকেই যুক্ত হচ্ছেন।
বারবার পৃথিবীর দূষিত নগরীর তালিকায় উঠে আসছে রাজধানী ঢাকার নাম। বলা হচ্ছে বসবাসের জন্য ‘অস্বাস্থ্যকর’ এই নগরী। ঢাকাকে বাসযোগ্য করে তোলার চেষ্টাও চলছে। তার একটি ছাদকৃষি আন্দোলন। গণমাধ্যমের প্রচারণায় গত কয়েক বছরে দেশে ছাদকৃষির সংখ্যা বাড়ছে। অনেক উদ্যোগী নিজের ছাদকে গড়ছেন সবুজের প্রাঙ্গন হিসেবে। এমন এক উদ্যোক্তা মিরপুর ডিওএইচএস এর শামীমা সুলতানা।
এটি শামীমা সুলতানার ছাদকৃষি। আনুমানিক ২০০ জাতের গাছগাছালির সন্নিবেশ এখানে। আটতলা ভবনের উপরে তিনস্তরের এই ছাদকৃষি আয়োজনটি দেশ -বিদেশের সৌখিন গাছ আর ফল ফসলের প্রাচুর্যে ভরা। উদ্যোক্তা বলছেন, এটিই এখন তার জীবনের সবচেয়ে আনন্দের উৎস।
এখান থেকে যেমন মিটছে মানসিক প্রশান্তি, পাচ্ছেন বিশুদ্ধ বাতাস আর সতেজ খাদ্য। অবসর ও একাকী সময়েও এই ছাদকৃষি শামীমা সুলতানার কাছে এক নিবিঢ় কর্মক্ষেত্র।
Facebook: https://facebook.com/shykhseraj
YouTube: https://www.youtube.com/shykhseraj
Twitter: https://www.twitter.com/shykhseraj
Instagram: https://instagram.com/shykhseraj
Linkedin: https://linkedin.com/in/shykhseraj
#SSERAJ #ছাদকৃষি #rooftopfarming