বায়তুল্লাহ শরীফের হজ্জ আদায় করা ইসলামের অন্যতম একটি রুকন ও মূল ভিত্তি। দলীল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী:
“ইসলাম পাঁচটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। এই সাক্ষ্য দেয়া যে, নেই কোন সত্য উপাস্য শুধু আল্লাহ ছাড়া এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল (বার্তাবাহক)। নামায কায়েম করা। যাকাত প্রদান করা। রমজান মাসে রোযা রাখা। বায়তুল্লাতে হজ্জ আদায় করা।”
আল্লাহর কিতাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস ও উম্মতের ইজমা (ঐকমত্য) এর ভিত্তিতে হজ্জের ফরজিয়ত সাব্যস্ত হয়েছে। আল্লাহ তাআলা বলেন: “এবং সামর্থ্যবান মানুষের উপর আল্লাহর জন্য বায়তুল্লাহর হজ্জ করা ফরয। আর যে ব্যক্তি কুফরী করে, তবে আল্লাহ তো নিশ্চয় সৃষ্টিকুল থেকে অমুখাপেক্ষী।”[সূরা আলে ইমরান, ৩:৯৭]
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “আল্লাহ তাআলা তোমাদের উপর হজ্জ ফরজ করেছেন। সুতরাং তোমরা হজ্জ আদায় করো।” হজ্জ ফরজ হওয়ার ব্যাপারে মুসলমানদের ইজমা (ঐক্যমত) সংঘটিত হয়েছে। হজ্জ ফরজ হওয়ার বিষয়টি অবলীলায় জানা যায়। অতএব, যে ব্যক্তি মুসলিম সমাজে বাস করার পরেও হজ্জের ফরজিয়তকে অস্বীকার করবে সে কাফের। আর যে ব্যক্তি অবহেলা করে হজ্জ আদায় করে না সে ব্যক্তি বড় ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে। কারণ একদল আলেমের মতে, সেও কাফের। এ অভিমতটি ইমাম আহমাদ থেকেও বর্ণিত আছে। কিন্তু অগ্রগণ্য মত হচ্ছে- নামায ছাড়া অন্য কোন আমল ত্যাগ করার কারণে কাউকে কাফের বলা যাবে না। বিশিষ্ট তাবেয়ী আব্দুল্লাহ ইবনে শাকিক (রহঃ) বলেন: “আল্লাহ রাসূলের সাহাবীগণ নামায ছাড়া অন্য কোন আমল পরিত্যাগ করাকে কুফর সাব্যস্ত করতেন না। সুতরাং যে ব্যক্তি অবহেলাবশতঃ হজ্জ আদায় না করে মারা গেছে তিনি কাফের নন; তবে মহা ঝুঁকির মধ্যে তিনি রয়েছেন।”
তাই প্রত্যেক মুসলিমের উচিত আল্লাহকে ভয় করা। নিজের ক্ষেত্রে হজ্জ ফরজ হওয়ার শর্তগুলো পূর্ণ হলে অনতিবিলম্বে হজ্জ আদায় করা। কেননা প্রত্যেকটি ফরজ আমল অনতিবিলম্বে আদায় করা বাধ্যতামূলক, যতক্ষণ না এর বিপরীত কোন দলীল পাওয়া যায়। অতএব, হজ্জ আদায় করার সামর্থ্য থাকার পর, যাতায়াতের পথ সুগম হওয়ার পর হজ্জ আদায় না করে একজন মুসলিমের আত্মা কিভাবে শান্তি পেতে পারে?! কিভাবে একজন মুসলিম হজ্জকে পরবর্তী বছরের জন্য পিছিয়ে দিতে পারে, অথচ তিনি জানেন না- পরবর্তী বছর তিনি হজ্জে যেতে পারবেন, নাকি পারবেন না। এমনও হতে পারে তিনি তাঁর সামর্থ্য হারিয়ে ফেলেছেন। হতে পারে তিনি ধনী থেকে গরীব হয়ে গেছেন। হতে পারে তিনি ফরজ হজ্জ অনাদায় রেখে মারা গেলেন এবং ওয়ারিশরা তাঁর পক্ষ থেকে হজ্জ আদায় করানোর ব্যাপারে অবহেলা করবে।
হজ্জ ফরজ হওয়ার শর্ত পাঁচটি:
এক: ইসলাম। ইসলামের বিপরীত হচ্ছে- কুফর। সুতরাং কাফেরের উপর হজ্জ ফরজ নয়।
দুই: সাবালগ হওয়া। সুতরাং যে সাবালগ হয়নি তার উপর হজ্জ ফরজ নয়। যদি নাবালগ কেউ হজ্জ আদায় করে তবে তা নফল হজ্জ হিসেবে আদায় হবে এবং সে এর সওয়াব পাবে।
তিন: বিবেকবুদ্ধি। এর বিপরীত হচ্ছে- বিকারগ্রস্ততা। সুতরাং পাগলের উপর হজ্জ ফরজ নয় এবং পাগলকে হজ্জ আদায় করতে হবে না।
চার: স্বাধীন হওয়া। সুতরাং ক্রীতদাসের উপর হজ্জ ফরজ নয়। যদি সে হজ্জ আদায় করে তবে তার হজ্জ নফল হিসেবে আদায় হবে।
পাঁচ: শারীরিক ও আর্থিক সামর্থ্য থাকা। মহিলার ক্ষেত্রে অতিরিক্ত একটি সামর্থ্য হলো- হজ্জের সঙ্গি হিসেবে কোন মোহরেম পাওয়া। যদি নারীর এমন কোন মোহরেম না থাকে তাহলে তার উপর হজ্জ ফরজ নয়।
ফাতাওয়া ইবনে উছাইমীন (ইবনে উছাইমীনের ফতোয়াসমগ্র), পৃষ্ঠা- ৯/১১-২১।
উল্লেখ্য যে, আমাদের দেশের সরকারী এবং প্রাইভেট এজেন্সিগুলোর মাধ্যমে যে হজ্জ সম্পাদন করানো হয় তা রাসুল (সা) এর নিরেট সুন্নাহ মোতাবেক হচ্ছেনা। যার কারনে আমরা জানি না সে হজ্জটা মাবরুর বা কবুল হচ্ছে কি না আল্লাহর দরবারে। তাই আমরা উদ্যাগ গ্রহণ করেছি রাসুল (সা) এর নিরেট সুন্নাহ মোতাবেক হজ্জব্রত পালন করানোর। বিশুদ্ধভাবে হজ্জ পালনের জন্য আমারেদ প্রাইভেট হজ্জ ও ওমরাহ এজেন্সি রয়েছে। প্রতি বছরের ন্যায় এবারো আমরা হজ্জ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছি। মুসিলম ভাইবোনদের মধ্যে যারা আগামীতে কুরআন ও সুন্নাহ মোতাবেক বিশুদ্ধ হজ্জ পালনে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
প্রয়োজনে- 01817129807, 01764786222, 01678775455, 01946190265
======================================================
আমাদের অন্যান্য ওলামাগনঃ
শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, শাইখ মুজাফ্ফর বিন মুহসিন, মুফতী মোহাম্মাদ কাজী ইব্রাহিম, শাইখ ডক্টর মুহাম্মাদ সাইফুল্লাহ, শাইখ ডক্টর মুহাম্মাদ আবু বকর যাকারিয়া, শাইখ ডক্টর মুহাম্মাদ মানজুরে ইলাহী, শাইখ আমানুল্লাহ বিন ইসমাঈল মাদানী, শাইখ আবুল হাশেম মাদানী, শাইখ ডক্টর মুহাম্মাদ ইমাম হোসাইন। শাইখ ডক্টর মুহাম্মাদ
====================================================
Our Others Speaker-
Shaikh Abdur Rajjak Bin Yousuf, Shaikh Muzaffar Bin Muhsin, Shaikh Mufti Muhammad Qazi Ibrahim, Shaikh Doctor Muhammad Saifullah Madani, Shaikh Doctor Muhammad Abu Bakar Zakariya, Sahikh Doctor Muhammad Manzure Elahi, Shaikh Amanulllah Bin Ismail Madani, Shaikh Abul Hashem Madani, Shaikh Doctor Muhammad Imam Hossain, Shaikh Doctor Muhammad Muslehuddin, Shaikh Saifuddin Belal Madani, Shaikh Motiur Rahman Madani, Shaikh Abdullah Zahangir, Shaikh Mukhlesur Rahman Madani, Shaikh Shahidullah Khan Madani, Shaikh Harun Hossain, Shaikh Imamuddin Bin Abdul Basir.
আমাদের সাথে যুক্ত থাকতে-
* ফেসবুক পেইজটির লাইক বাটনে ক্লিক করুনঃ https://www.facebook.com/ShaikhAkramuzzaman
* চ্যানেলটি সরাসরি সাবস্ক্রাইব করুনঃ https://www.youtube.com/channel/UCvbc6UOcrthrLd7eal7fAYw?sub_confirmation=1
* ওয়েবসাইট লিঙ্কঃ http://attamassuk.com
* টুইটারে ফলো করুনঃ https://plus.google.com/u/0/+IIECChannel