কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী রচিত চন্ডীমঙ্গলে রাখে ঠিক খণ্ডের কাহিনীতে ধর্মকে তো নিদয়ার পুত্রের জন্ম নাম হয় কালকেতু প্রকৃতপক্ষে কালকে তো ছিল সেগুলো ভক্ত নীলাম্বর দেবী চরণের অনুরোধে শিব তাকে অভিশাপ দিয়ে মরতে পাঠান পশু সেখানে কালকে তো মহাপরাক্রমশালী হয়ে ওঠে বেদ কালকে তোর সঙ্গে ফলোয়ার আর বিবাহ হয় প্রবাল দারিদ্র্যের মধ্যেও কালকে থেকে ফুল্লরার দাম্পত্য জীবন হয় সুখের।