সবচেয়ে কম খরচে সাজেক ভ্যালি ভ্রমণ | Sajek Valley Tour Plan 🇧🇩
#sajek_valley #sajek_tour #musfiqrpervaj #সাজেকভ্যালি
প্রথমে আসি আমি ঢাকা সায়দাবাদ বাস টার্মিনালে ।আর এখান থেকে ৭৫০ টাকায় শ্যামলী এনআর ট্র্যাভেল বাসে করে চলে যাব খড়গাছড়িতে I আপনি চাইলে ঢাকার গাবতলী , আরামবাগ,পান্থপথ,ফকিরাপুর ও শহরের বিভিন্ন বাস স্টেশন থেকেও যেতে পারেন খাগড়াছড়িতে।এ জন্য নন এসি বাস ভাড়া পরবে ৭৫০-৮৫০ টাকা আর যদি এসি বাসে যেতে চান তাহলে ১০০০ থেকে ১৬০০ টাকা ।
আসলে সাজেকের অবস্থান রাঙামাটি জেলায় হলেও ভৌগলিক কারণে খাগড়াছড়ি জেলার দীঘিনালা হয়ে সাজেক যাতায়াত অনেক সহজ। তাই প্রথমেই আমি খাগড়াছড়ি আসি ।
খাগড়াছড়ি শাপলা চত্ত্বর থেকে অনেক গ্রুপ পাওয়া যায়, আপনারা চাইলে অন্য গ্রুপের সাথে কথা বলে তাদের সাথে শেয়ার করে যেতে পারবেন অথবা জিপ সমিতির অফিসে গেলে ওনারা ম্যানেজ করে দিবে অন্য কোন গ্রুপের সাথে। চাইলে ২ জন এ বাইকে করেও যেতে পারেন এ জন্য আপনাকে খরচ করতে হবে 2000-2400 টাকা ।
আর যে কোন গাড়ি ঠিক করার আগে কি কি দেখবেন, কি করবেন এইসব ভালো মত কথা বলে নিবেন।
দীঘিনালা
শান্তি পরিবহনের এই বাসগুলি সরাসরি দীঘিনালা আশে , যার ভাড়া পড়বে ৭০০ টাকা। আর বলে রাখা ভালো _খাগড়াছড়ি জেলা থেকে সাজেকের দূরত্ব ৭০ কিলোমিটার আর দীঘিনালা থেকে হচ্ছে ৪০ কিলোমিটার।
আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, যেভাবেই যান আপনাকে দিঘীনালায় ৯টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে পৌঁছাতে হবে। দিঘীনালা থেকে বাকি রাস্তা নিরাপত্তার জন্যে আপনাকে সেনাবাহীনির এসকোর্টে যেতে হবে। সেনাবাহিনীর এসকোর্ট দিনে দুইবার পাওয়া যায়। সকাল ৯ টা ৩০ মিনিটে একবার, আবার ২ টা ৩০ মিনিটে আরেকবার। সকালের এসকোর্ট মিস করলে আপনাকে বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হবে, আর বিকেলের টা মিস করলে আপনাকে পরের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এসকোর্ট ছাড়া যাবার অনুমতি পাবেন না।
ছুটির দিনে যেতে চাইলে আগে থেকেই বুকিং দিয়ে রাখা ভালো, নয়তো ভালো রুম পাবার নিশ্চিয়তা কম।
আর কম দামে থাকতে চাইলে আদিবাসী কটেজ গুলোতে থাকতে পারেন।
কংলাক পাহাড় -
হচ্ছে সাজেক ভ্রমণে আসা পর্যটকদের কাছে প্রধান আকর্ষণ। আর সাজেক ভ্যালির শেষ গ্রাম কংলক পাড়া লুসাই জনগোষ্ঠী অধ্যুষিত এলাকা। কংলাক পাড়া থেকেই কর্ণফুলী নদী উৎপত্তিস্থল ভারতের লুসাই পাহাড় দেখা যায় |
সাজেক গাড়ির জন্য-
অনিক চাকমা : 01641301436
If your need communication with me message me in this facebook page -: https://www.facebook.com/share/15Cr4m1Vo1/?mibextid=LQQJ4d
or gmail [email protected]
Your quest -
sajek valley,sajek valley tour,sajek tour,sajek valley tour cost,sajek valley tour plan,sajek tour guide,sajek valley resort,sajek valley travel guide,sajek tour cost,sajek valley tour cost 2024,dhaka to sajek valley,sajek valley tour guide,sajek,sajek valley drone video,dhaka to sajek,dhaka to sajek tour,sajek vlog,sajek valley tourist spots,sajek tour plan,sajek valley view,sajek valley videos,sajek resort সাজেক ভ্যালি,সাজেক ভ্যালি ভ্রমণ,সাজেক ভ্যালি ভ্রমণ খরচ,সাজেক ভ্রমণ,সাজেক ভ্যালি দর্শনীয় স্থান,সাজেক,সাজেক ভ্যালির সৌন্দর্য,মেঘের রাজ্য সাজেক ভ্যালি,সাজেক রিসোর্ট,সাজেক ভ্যালি ভ্রমণের সকল তথ্য,সাজেক ট্যুর,সাজেক ভ্রমণ খরচ,কম খরচে সাজেক ভ্যালি,সাজেক ভ্যালি রিসোর্ট,সাজেক কিভাবে যাব,কিভাবে সাজেক ভ্যালি আসবেন,সাজেক ভ্যালী,সাজেক ভ্যালি ভ্রমন,এক নজরে সাজেক ভ্যালি sajek valley,sajek valley tour cost,sajek tour cost,sajek valley tour cost 2024,sajek valley tour,sajek valley tour plan,sajek valley resort,sajek valley travel guide,sajek tour,sajek tour low cost,dhaka to sajek valley,dhaka to sajek,sajek tour guide,sajek valley tour guide,sajek,sajek valley drone video,sajek vlog,sajek valley videos,sajek resort,dhaka to sajek valley tour cost,sajek valley resort price