MENU

Fun & Interesting

সালাত: রবের সাথে আলাপন | Salah: Communicating with Allah | Saleh Ahmed Toha | Mohammad Mainul Hoque

Islam Zone 103,295 2 years ago
Video Not Working? Fix It Now

তুমি ডিপ্রেশনে? সালাত আদায় করো। অর্থকষ্টে আছো? সালাতে দাঁড়াও। চতুর্মুখী সমস্যায় জর্জরিত? সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সমাধান কামনা করো। তোমাকে শুনার জন্য, তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য তোমার রব আছেন। তুমি যখন তাকে ডাকার জন্য সালাতে দাঁড়িয়ে শেষ রাতের আহাজারিতে মগ্ন থাকো। যখন তোমার রব প্রথম আসমানে চলে আসেন‌, শুধুমাত্র তোমাকেই ডাকার জন্য,"কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব? কে আমার কাছে চাইবে আমি তাকে দান করব? কে আমার কাছে ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করব।'' এই রবকে, এই রবের আনুগত্য না করে, সালাতে গড়িমসি করে কোথায় ঘুরে মরছো! আসো! সালাতে আসো, কেউ না থাকুক, আল্লাহ আছেন তোমার কষ্ট বুঝার, তোমার ডাকে সাড়া দেওয়ার।

Comment