প্রতিনিয়ত আমরা গীবতের নামে অপর মুসলিম ভাইয়ের গোশত খাচ্ছি। আমাদের পরস্পরে যে ঘৃণা, বিভেদ ও শত্রুতা তার অন্যতম কারণ গীবত। এখন তো সব কিছুতেই উন্নতি ঘটেছে। উন্নতি ঘটেছে গীবতের ধরণ, প্রকৃতি ও কৌশলে। গীবতের ময়দানে কাজ করে না, এমন লোক খোঁজে পাওয়া দুষ্কর। এ শিল্পে কারো কারো বিস্ময়কর সফলতা হতবাক করে দেয়। কত জঘন্য এবং কত নিকৃষ্ট পাপ এই গীবত। একজন মুসলিম হিসেবে, রাসূল সা. এর উম্মত হিসেবে এটা আমাদের জন্য শোভা পাই না যে আমরা এসব মন্দ ও অবসরময় কাজে মগ্ন থাকবো। আমাদেরকে গীবত, পরনিন্দা ও মন্দ ধারণা থেকে সর্বোচ্চ দূরুত্ব বজায় রাখতে হবে। মহান আল্লাহ তায়ালা আমাদেরকে তাওফিক দান করুন। আমীন।