MENU

Fun & Interesting

সমবেত উপাসনা {Samabeta Upasana}

Babamani 973,578 lượt xem 4 years ago
Video Not Working? Fix It Now

Please visit website on SriSri Babamani : https://babamani.page.tl
https://babamani.weebly.com
হরিওঁ
শ্রীশ্রীবাবামণি,পরম পুজ্যপাদ শ্রীশ্রী স্বামী স্বরুপানন্দ পরমহংসদেব প্রবর্তিত সমবেত উপাসনা চলাকালীন আমরা যে উপাসনা সঙ্গীতটি প্রার্থনা করি সেই গানের সুর ও লয় যাহাতে ঠিক থাকে এবং প্রত্যেকে যাহাতে একই সুরে এক সাথে গাইতে পারেন তারজন্য শ্রীশ্রীবাবামনি সমবেত উপাসনার L.P.রেকর্ড খানি প্রথম ১৯৭৫ সালে ২০০০ টি প্রিন্ট হয় ,পরে ১৯৮৪ সালে পুনরায় প্রিন্ট হয়,৫০।- টাকা (দি মালটিভারসিটির ব্যবস্হাপনায়) , এছাড়া সংযম প্রচারে স্বরূপানন্দ সঙ্গীতস্ঽ এর ৭ টি E.P.রেকর্ডের সেট ১৯৭৮ সালে প্রকাশিত হয়.১৫০।-টাকা.(দি মালটিভারসিটির ব্যবস্হাপনায়)। পরে সমবেত উপাসনার একটি অডিও কেসেট তৈরী করেছিলেন। যেটা আমরা উপাসনা চলাকালিন এতদিন ব্যব্হার করে আসছিলাম। কিন্তু বর্তমানে অডিও ক্যাসেট এবং টেপরেকর্ডারের যুগ একপ্রকার সমাপ্ত হয়েগেছে বললেই চলে। আরম্ভ হয়েছে এক নতুন যুগের সুচনা। CD, DVD, PENDRIVE,CHIP ইত্যাদি এখন প্রাচীন্, এটা DIGITAL যুগ্, ANDROID MOBILE বা SMARTPHONE সবাই জানেন তাই YOUTUBEএ কিছু আপলোড করলে সবারই সুবিধা হয় | কেবল মাত্র এই চিন্তাধারা থেকেই সমবেত উপাসনার সঙ্গিতটি এই চ্য়ানেলে আপলোড করা হল। তাই সকল গুরুভ্রাতা ও ভগিনীদের কাছে এই চ্য়ানেলে পক্ষ থেকে একটাই বিনম্র অনুরোধ থাকবে, আপনারা শুধু উপাসনা চলাকালীন বা সমবেত উপাসনার সময়ই এই প্রার্থনা সঙ্গীতটি চালাবেন, অন্যথায় নয়। সবাই কে জয়গুরু।

Comment