সাঙতি ভ্যালিকে বলা হয় হিডেন জেম অব অরুণাচল। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই ভ্যালিকে স্বর্গভূমিও বলে থাকেন অনেকেই। ভিডিও’র শুরুতেই জানিয়েছি, কয়েক বছর আগেও এই ভ্যালিটি সম্পর্কে জানতো না তেমন কেউ। প্রতি বছর শীতের শুরুতেই তিব্বত থেকে এখানে আসে অনেক অতিথি পাখি। এই পাখির ছবি ধারণ করতে আসা এক পর্যটকের মাধ্যমেই সর্বপ্রথম ছড়িয়ে পড়ে ভ্যালির সৌন্দর্যের চিত্র। এরপর থেকে অরুণাচল ঘুরতে এলে সাঙতি ভ্যালি পর্যটকদের অবশ্য গন্তব্য হয়ে ওঠে। চারপাশের সুউচ্চ পাহাড়, ঘন বন, হরিণ, ভালুকসহ ব'ন্য প্রাণির অবাধ বিচরণ, আপেল-কমলার বাগান, বিস্তির্ণ সমতল ভূমি আর এই মাঝবরাবর একেঁবেঁকে বয়ে যাওয়া নদীই এই ভ্যালিকে করেছে সৌন্দর্যমণ্ডিত।
Contact : sumonmcj@yahoo.com
#sangti_valley #arunachal #dirang #সাংতি_ভ্যালি #অরুণাচল