Secrets to Obtain a Dependent Visa in Japan | Must-Have Documents
নোটঃ বিয়ের ২/৩টি ছবি সাথে দিয়ে দিবেন।প্রমান সরূপ।
বাংলাদেশ বা বিশ্বের যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তাদের সকলের প্রতি রইলো আমার প্রানঢালা শুভেচ্ছা । যারা জাপান আসতে চায় ,বিশেষ করে স্টুডেন্ট ভিষায় জাপান আসতে চায়, তারা যাতে জাপান আসার আগে ভিসা সম্পৃক্ত সকল তথ্য ভালো ভাবে যেনে জাপান আসতে পারে। বিশেষ করে জাপান স্টুডেন্ট ভিসা সম্পর্কে যারা কিছুই যানে না,আমার সেই ভাইয়েরা জাপান আসার আগে যেন কোন ভাবে প্রতারিত না হয় তাদেরকে সচেতন করা।জাপানে আসার আগেই যেন মানসিক ভাবে প্রস্তুতি নিতে পারে। জাপানের ভিষা সম্পর্কে তারা যাতে একটি পূর্ণ ধারনা রাখতে পারে ,সে বিষয় গুলো নিয়ে আমি ভিডিওতে কাজ করি। এছাড়াও আমি আমার চ্যানেলটিতে নতুনদের জাপানি ভাষা শিখাই। জাপানের কালচার,জাপানের পর্যটক স্থান,জাপানের মেনার, জাপানের লাইফস্টাইল সম্পর্কে যারা জাপানের নতুন তাদেরকে ধারনা দেওয়ার চেষ্টা করি। মাঝে মাঝে নিজের অভিজ্ঞতাকেও মানুষের মাঝে শেয়ার করি যাতে কিছুটা হলেও আমার দ্বারা কেউ উপকৃত হয়। কিছু শিক্ষামূলক ভিডিও বানাই। আমি আপনাদের কল্যানে এবং আপনাদেরকে নিয়ে ইউটিউবের এই প্লাটফরমে বহুদূর এগিয়ে যেতে চাই যদি আপনারা আমার পাশে থাকে। আমার ভিডিও গুলো দেখে যদি মনে হয় আপনি একটু হলেও উপকৃত হতে পারবেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আপনাদের যে কোন ধরনের প্রশ্ন বা পরামর্শ থাকলে নির্দ্ধিধায় আমাকে বলতে পারেন। আমি আপনাদের একজন স্বদেশি ভাই হিসেবে নিজের সামথ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ । আপনারা চাইলে নিচের লিংক গুলোর মাধ্যমেও আমার সাথে যোগাযোগ করতে পারেন।
আমার ফোসবুক পেজ লিংক https://www.facebook.com/MD-Rashed-Khan-418470981690057/
টুইটার একাউন্ট: https://www.Twitter.com/khantube1
ইনস্টাগ্রাম:www.Instagram.com/Khansabrk1992
#khantube #khantube1
#khan_tube