সুচিত্রা সেন কে গান শুনিয়েছিলেন তিনি। পুরাতনী গানের মুকুটহীন সম্রাট রামকুয়ার চট্টোপাধ্যায়ের পুত্র শ্রীকুমার চট্টোপাধ্যায় নিজেই এক প্রতিষ্ঠান। এই পর্বের আলাপচারিতায় উঠে এলো পুরোনো দিনের কথা। বহু বিখ্যাত মানুষের জীবনের কাহিনী। গান গাওয়া ও গান শেখার মূলমন্ত্র। নীলাঞ্জনের সাথে এই আলোচনায় শ্রীকুমার বাবুর কথা শ্রোতার জীবনে দেবে নতুন আলোর সন্ধান।